• বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৫:৩৬ পূর্বাহ্ন

আবুনাঈমরিপন ও বশির আহমেদ

ভোটের সুযোগ পেলে ভোটাররা নৌকাকে বঙ্গোপসাগরে ডুবিয়ে দিবে – বিএনপি’র যুগ্ন মহাসচীব খায়রুল কবীর খোকন

admin / ৩০৩ Time View
Update : সোমবার, ২৯ আগস্ট, ২০২২

বিএনপি’র যুগ্ন মহাসচীব,নরসিংদী জেলা বিএনপি’র আহবায়ক ও নরসিংদী সদর আসনের সাবেক এমপি খায়রুন কবীর খোকন বলেছেন – নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ভোটাররা যদি একবার সংসদ নির্বাচনে ভোটদানের সুযোগ পেত তাহলে নৌকা বঙ্গোপসাগরে ডুবে যেত।কিন্তু বর্তমান আওয়ামী সরকার ক্ষমতা হারানোর ভয়ে নির্বাচনে কারচুপি করে বিনা ভোটের মা্ধ্যমে বারবার ক্ষমতা বসার স্বপ্ন দেখছে।যা এদেশের জনগণ কখনো মেনে নিবে না।
তিনি আজ সোমবার (২৯/০৮/২২) তেল, গ্যাসসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদ ও ভোলায় ছাত্রদলের দুই নেতা হত্যার প্রতিবাদে নরসিংদীর শিবপুরে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন। শিবপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শিবপুর ধানুয়া কলেজ সংলগ্ন মাঠে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। দুপুর থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেন। এসময় নেতাকর্মীরা জ্বালানী তেল, গ্যাসসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে সরকারের পদত্যাগের দাবি করেন। শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদারের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্হিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী।এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য আকরামুল হাসান মিন্টু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ছালেক রিকাবদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন,শিবপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ সারোয়ার জুয়েল,
শিবপুর পৌর বিএনপির সভাপতি মাহমুদুল হাসান মৈশান, সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন সরকার, যুবদলের ভারপাপ্ত সভাপতি,আপেল মাহমুদ সুমন,সদস্য সচিব রফিকুল ইসলাম মৃধা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category