শিবপুর সংবাদদাতা:
আবদুল মান্নান ভূঁইয়া পরিষদের মাছিমপুর ইউনিয়ন শাখার সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মরহুম মনিরুজ্জামান মোল্লার ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে।
আজ সোমবার (২২/৫/২০২৩) বিকেলে আবদুল মান্নান ভূঁইয়া পরিষদের উদ্যোগে ধানুয়া গ্রামে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় আবদুল মান্নান ভূঁইয়া পরিষদের সদস্য সচিব ও শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আরিফ-উল- ইসলাম মৃধা, শিবপুর সরকারী শহীদ আসাদ কলেজের ভিপি রফিকুল ইসলাম রব্বানী, আব্দুল মান্নান ভূঁইয়া পরিষদের প্রচার সম্পাদক খোরশেদ আলম মিয়াজী, জাহান, মাসুদ ও রিপন সহ পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল পরিচালনা করেন মোল্লা বাড়ি মসজিদের ইমাম।
উল্লেখ্য যে, তিনি ২০১৭ সালের ২২ মে স্ট্রোক করে মৃত্যু বরণ করেন।আব্দুল মান্নান ভূইয়া পরিষদের সভাপতি হিসেবে সাত বছর দায়িত্ব পালন করেছিলেন তিনি। এছাড়াও কলেজ গেট মোল্লা টেডার্স রড সিমেন্টের বড় দোকান ছিল।
আমাদের প্রিয় মনিরুজ্জামান মোল্লাহ মনির ভাই ছিলেন সকলের বিশ্বস্ত বন্ধু আপনজন এবং প্রিয় ব্যক্তিত্ব। একজন দেশ প্রেমিক জননেতা। ছাত্র জীবনে বিপ্লবী ছাত্র ইউনিয়ন মাওলানা ভাসানীর অনুসারী হয়ে ১৯৮o সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আহবানে সাড়া দিয়ে গণমানুষের অধিকার আদায়ে আজীবন সংগ্রামী কিংবদন্তী জননেতা,মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ভূঁইয়ার সাথে বিএনপিতে যোগদান করেন। ৯০ দশকে স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রদল নেতা হিসেবে বিশেষ ভূমিকা পালন করেন। ১৯৯৬ সালে নরসিংদী-৩ থেকে জাতীয় সংসদ নির্বাচন করেন।
ব্যক্তি জীবনে রাজনীতি বাহিরেও সকল রাজনৈতি দলের নেতাকর্মী এবং গণ মানুষের সাথে ছিল উনার গভীর ভালোবাসা।তিনি বহু স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানা, লাইব্রেরি, ক্লাব, সামাজিক স্বেচ্ছাসেবক সংগঠন সাথে যুক্ত ছিলেন।