সিরাজুল ইসলাম মোল্লার নিকট থেকে এক লাখ টাকা গ্রহণ করছেন নুরুল হক.
নরসিংদী শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের আজকিতলা দক্ষিনপাড়া সেচুর বাড়ির জামে মসজিদ উন্নয়নের জন্য এক লক্ষ টাকা অনুদান দিয়েছেন নরসিংদীর শিবপুর আসনের সাবেক এমপি ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদে উপদেষ্টা আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা। আজ শুক্রবার (৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ইটাখোলায় মোল্লার ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান সামিয়া সিএনজি স্টেশনে মসজিদ কমিটির সভাপতি মো: নুরুল হক এর নিকট এ অনুদানের টাকা হস্তান্তর করেন।
এ সময় অন্যান্যতের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটির সদস্য অধ্যাপক ফজলুর রহমান ও সিরাজুল ইসলাম মোল্লার ব্যক্তিগত কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ।