বেলাল আহমেদ:
নাগরিক জীবনের ব্যস্তময় সময় কাটিয়ে আনন্দে মেতে উঠে বিদ্যাবাড়ি পরিবার। গত ২৭ জানুয়ারি, ২০২৪ খ্রি. তারিখে উত্তর বাড্ডায় অবস্থিত ঠিকানা রিসোর্টে দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে পাড় করে একটি আনন্দময় দিন। উক্ত ভ্রমণে যারা অংশগ্রহণ করেন- বাবুরহাট গ্রিনফিল্ড কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আলহাজ্ব ইসমাইল ভূইয়া, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক মোহাম্মদ আল আমিন রহমান, সহ ড. এডভোকেট মনিরুজ্জামান মোল্লা ( এ পি পি) সাবেক শিক্ষা অফিসার নুরুদ্দীন দরজী, অধ্যাপক লুৎফর রহমান, মাধবদী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক জহিরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোসা. সাহিদা বেগম, ভগীরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন,বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব মো. মকবুল হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. কামাল হোসেন,মাধবদী পৌরসভার কমিশনার ফরিদা ইয়াসমিন, সাংবাদিক ফজলুল হক মিলন, মাষ্টার বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মো. মোমেন সরকার, মাধবদী পৌরসভার ২ নং ওয়ার্ড কমিশনার প্রিয় বন্ধু রাজিব আহমেদ, ভ্রমন বাস্তবায়ন কমিটির আহবায়ক সুমন সরকার,সদস্য -এম সাইফুর রহমান সোহান ও মোহাম্মদ নাজমুস সাকিব।এছাড়া অংশগ্রহণ করেন প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট বেলাল আহমেদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শামীম মোল্লা, জেনারেল সেক্রেটারি মারুফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান সরকার, অর্থ সম্পাদক হাফিজুর রহমান সাদ্দাম, কলেজ বিষয়ক সম্পাদক সজীব মিয়া, স্কুল বিষয়ক সম্পাদক মিজানুর রহমান,পৃষ্ঠপোষক এমদাদ হোসেন রানা, এশিয়ান টিভির সাংবাদিক মোহাম্মদ নুর আলম, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মেহেদী হাসান চৌধুরী, মানবকল্যান সম্পাদক মো. দেলোয়ার হোসেন, মো. কালাম মিয়া,কাওসার আহমেদসহ প্রমুখ ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে শুরুতে সকল সদস্যদের শুভেচ্ছা জানানো এবং কোর্ট পিন বিতরণ করা হয়।দোয়া পরিচালনা করে যাত্রা শুরু করা হয়। দুপুরের লাঞ্চ, কপি আড্ডা, খেলাধুলা, আনন্দ উপহারসহ বিভিন্ন আয়োজনে মুখরিত ছিল সারাদিন। সবশেষে অংশগ্রহণকারী সবাইকে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। একসাথে একটি দিন কাটাতে পেরে সবাই খুব আবেগ আপ্লুত। পুষ্পের রাজ্য আমরা সবাই বিমোহিত হয়েছি ভ্রমণের বিলাসিতায়। এই ধরণের প্রোগ্রাম ভবিষ্যতে করার জন্য সবাই দৃঢ় আশা ব্যক্ত করেন।