আলো রিপোর্ট:
আগামী ২৮ জুলাই বিএনপির সাবেক মহাসচীব, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রখ্যাত রাজনীতিবিদ মরহুম আব্দুল মান্নান ভূঁইয়ার ১৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকাল ১০ ঘটিকায় মরহুমের ধানুয়া বাসভবনে আব্দুল মান্নান ভূঁইয়া পরিষদের সদস্য সচীব ও শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আরিফ উল ইসলাম মৃধার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন শিবপুর সরকারী শহীদ আসাদ কলেজের সাবেক ভিপি রবিকুল ইসলাম রব্বানী। এছাড়াও আব্দুল মান্নান ভূঁইয়া পরিষদের বিভিন্ন ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ সহ বর্তমান ও সাবেক ছাত্র নেতাগণ উপস্থিত ছিলেন।
সভায় সবার সম্মতিক্রমে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর মধ্যে থাকবে ২৮ ই জুলাই সকাল ১০ ঘটিকায় সকলের অংশগ্রহণে মরহুমের সমাধীস্থলে পুষ্পস্তবক অর্পণ, ও দোয়া মাহফিল।
কর্মসূচী মফল করতে মান্নান ভূঁইয়ার অনুসারীদের যথাসময়ে উপস্থিত থাতার জন্য পরিষদের পক্ষ থেকে আহবান করা হয়েছে।
উল্লেখ্য যে, আব্দুল মান্নান ভূঁইয়া ২০১০ সালের ২৮ জুলাই মৃত্যুবরণ করেন।