আলো রিপোর্ট:
বর্তমান সময় হচ্ছে মিডিয়ার যুগ। হোক তা সংবাদপত্র বা ইলেকট্রনিক মিডিয়া।ব্যক্তি জীবনের সফলতা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের খবর মিডিয়ার মাধ্যমে প্রকাশ ও প্রচার করতে সকলেরই আগ্রহ থাকে। তবে ব্যতিক্রম শুধু রাজনৈতিক সংগঠন ইসলামী আন্দোলন শিবপুর উপজেলার নেতাকর্মীরা। মিডিয়ার প্রতি তাদের রয়েছে অনিহা।মিডিয়ার প্রচার ছাড়াই নিজেদের দাওয়াতের মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশ ( চরমোনাই পীরের দল) দলের প্রচার- প্রচারনা চালিয়ে যেতে চান দলের নেতাকর্মীরা, শিবপুরের আলো ২৪ ডট কম’কে এমনটাই বলেছেন কয়েকজন ইসলামী আন্দোলনের কর্মী।
সম্প্রতি গঠন করা ইসলামী যুব আন্দোলন শিবপুর উপজেলা শাখার কমিটি সহ দলের সাংগঠনিক কার্যক্রম সর্ম্পকে বিভিন্ন তথ্যের জন্য উপজেলা মুজাহিদ কমিটি, ইসলামী আন্দোলন ও যুব আন্দোলনের কয়েকজন নেতাকর্মীর সাথে মিডিয়ার পক্ষ থেকে যোগাযোগ করা হলেও তাদের পক্ষ থেকে এ ব্যাপারে কোন সাড়া মিলেনি।
এ ব্যাপারে ইসলামী যুব আন্দোলন শিবপুর উপজেলা শাখার সভাপতি ওমর ফারুক সুমনের সাথে যোগাযোগ করা হয়েছিল শিবপুরের আলো ২৪ ডট কম এর পক্ষ থেকে। সবাই চায় তাদের রাজনৈতিক কর্মকান্ড মিডিয়ায় প্রকাশ হোক।কিন্তু ইসলামী আন্দোলনের রাজনৈতিক কর্মকান্ড মিডিয়ায় প্রকাশের জন্য আপনাদের কোন আগ্রহ নেই কেন? এমন প্রশ্নের জবাবে কিছুই বলেন নি তিনি।তবে ‘মিডিয়ার প্রতি আপনাদের অনীহা’,
আপনি শিবপুর উপজেলা যুব আন্দোলনের সভাপতি হিসেবে এটাকে কিভাবে দেখেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন – মিডিয়া ভালো সকল ভালো মন্দ দুটোই আছে।