আবুনাঈমরিপন, স্টাফ রিপোর্টার:
নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতা খোকন মিয়া (৫৩) কে গতকাল ২২ জুলাই রাতে গ্রেফতার করেছে শিবপুর থানা পুলিশ। মেয়েকে ধর্ষণের অভিযোগে গত ২০ জুলাই মা বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন শিবপুর মডেল থানায়।মামলা নং ৩৩(৭)২৩। আর এই রকম একটি জগন্যতম ঘটনা ঘটেছে উপজেলার মাছিমপুর ইউনিয়নের ভাড়াটিয়া বাসায়।
জানাগেছে, লম্পট পিতা মোঃ খোকন মিয়া দীঘদিন ধরে নিজের ১৬ বছরের মেয়েকে জোরপূর্বক ও বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে আসছিল। গত ২০ জুলাই বৃহস্পতিবার গভীর রাতে সবাই ঘুমিয়ে পড়লে মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করে পিতা খোকন মিয়া। নিরুপায় দেখে মেয়েটি ডাক চিৎকার শুরু করলে খোকন মিয়া পালিয়ে যায়।
পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে মেয়ের মা নার্গীস বাদী হয়ে শিবপুর মডেল থানায় স্বামী খোকন মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলা দায়েরের ২৪ ঘন্টার মধ্যে পুলিশ আসামীকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করেছে।
এ বিষয়ে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার ঘটনার সত্যতা শিকার করে বলেন — মেয়েকে মেডিকেল রিপোর্টের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই, মোঃ কাইয়ুম বলেন — ধষিতা মেয়েটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।