৫৩ তম মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে ফুল দিয়ে বরণ করেছেন শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা: ফারজানা ইয়াসমিন।
♦মো: মামুন মিয়া ♦
আজ ১৬ই ডিসেম্বর সারাদেশের মতো নরসিংদীর শিবপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ৫৩ তম মহান বিজয় দিবস পালিত পালিত হয়েছে।
বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন, বিএনপি ও অঙ্গ সংগঠন , জামায়াতে ইসলামী বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, আব্দুল মান্নান ভুঁইয়া পরিষদ, সুশাসনের জন্য নাগরিক ( সুজন), শিবপুর ফাউন্ডেশন সহ বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্ন কর্মসূচী পালন করেছে। কর্মসূচীর মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে ২১ বার তোপধ্বনি, উপজেলা পরিষদ মাঠে নির্মিত স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, বিজয়মেলা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিজয় মিছিল ও আলোচনা সভা।