জানাযা নামাযের পূর্বে বক্তব্য রাখছেন আবুল হারিস রিকাবদার।
নরসিংদীর শিবপুর উপজেলা যুবদলের আহবায়ক নূরে আলম মোল্লার জানাযা শেষে তার মরদেহ ধানুয়া মোল্লাবাড়ীর পারিবারিক কবরস্হানে দাফন করা হয়েছে।পাশাপাশি যুবদল নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কেন্দ্রীয় যুবদল,স্হানীয় বিভিন্ন রাজনৈতিক নেতা সহ দৈনিক সকালের আলো পরিবার।
জানাগেছে, নূরে আলম মোল্লা (৪৭) একজন কর্মীবান্ধব নেতা ছিলেন।তিনি উপজেলা যুবদলের আহবায়কের দায়িত্ব গ্রহণের আগে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছিলেন।শিবপুর সরকারী শহীদ আসাদ কলেজের ছাত্র-ছাত্রী সংসদের ছাত্রদল মনোনীত জি ত্রস, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক, উপজেলা যুবদলের সদস্য সচীবের দায়িত্ব পালন করেছিলেন তিনি।গতকাল বুধবার (১৩/৭/২২) দিবাগত রাত সাড়ে বারটায় ধানুয়ার নিজ বাসায় তিনি হ্নদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। আজ (১৪/৭/২২) বিকালে শিবপুর সরকারী শহীদ আসাদ কলেজের পাশে শিবপুর সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্যকালে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন – বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহবায়ক সাবেক এমপি খায়রুল কবীর খোকন, বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আকরামুল হাসান ,জেলা বিএনপির সদস্য সচীব মনজুর এলাহী, শিবপুর আসনের বর্তমান এমপি জহিরুল হক ভূঁইয়া মোহন, সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লা,শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হারুন অর রশীদ খান, সাবেক উপজেলা চেয়ারম্যান আরিফ উল ইসলাম মৃধা,শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ছালেক রিকাবদার।