আলো রিপোর্ট:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি)র অঙ্গ সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল, ও তরুন দলের নতুন কমিটি গঠন করা হলেও জানেনা শিবপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।অঙ্গ সংগঠনের সকল সাংগঠনিক কার্যক্রম সর্ম্পকে মূল দল বিএনপিকে অবহিত করার নিয়ম থাকলেও তা কিছুই মানছে না উপজেলা বিএনপির অঙ্গ সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক ও তরুন দলের নেতারা। উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে আলোচনা না করেই রাতের আধারে কমিটি গঠন করার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির পক্ষ থেকে। তবে যুবদল, স্বেচ্ছাসেবক ও তরুন দলের নেতারা বলছেন ভিন্ন কথা।বিএনপির ঘাটি হিসেবে পরিচিত শিবপুরে বিএনপি এখন কয়েক ভাগে বিভক্ত হয়েগেছে। তাই এরকম সমস্যার সৃষ্টি হয়েছে বলে মনে করেন উপজেলা তরুন দলের আহবায়ক মো: জিল্লুর রহমান।
অপরদিকে উপজেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির কেউ কেউ বলছেন আমাদের কিছু করার নাই। দলের মধ্যে গ্রুপিং থাকায় আমরা পড়েছি বিপাকে। বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু, জেলা বিএনপির সদস্য সচীব মনজুর এলাহী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার, উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার, উপজেলা বিএরপির সাধারণ সম্পাদক আবু ছালেক রিকাবদারের রয়েছে আলাদা আলাদা গ্রুপ।ফলে কাকে রেখে, কাকে দাওয়াত দিবো, সেই জন্যই আসলে তাদেরকে কোন বিষয়ে অবহিত বা জানানো হয়নি। এছাড়া বর্তমানে বিএনপিতে ত্যাগি নেতা বা কর্মীদের কোন দাম নাই। টাকা আছে ত সব আছে।পকেটে টাকা থাকলে দলের জন্য মাঠে কাজ করার দরকার নেই। টাকা দিবেন ত পদ পেয়ে যাবেন বলে জানান তরুন দলের অনেকে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সালেক রিকাবদার শিবপুরের আলো ২৪ ডট কম’কে বলেন — বিএনপি ঘাটি হিসেবে শিবপুর সবার কাছে পরিচিত।আমি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি।সম্প্রতি বিএনপির অঙ্গ সংগঠন উপজেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। অথচ কমিটি গঠন সর্ম্পকে আমাকে বা উপজেলা বিএনপিকে কিছুই জানানো হয়নি। এছাড়া স্বেচ্ছাসেবক দলের পাঁচটি ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। সে সর্ম্পকেও আমাদেরকে অবগত করানো হয়নি।মূল কমিটিকে পাশ কাটিয়ে এভাবে চলতে থাকলে আমাদের গুরুত্ব বলতে কিছুই থাকে না। মূল কমিটির সাথে সহযোগী সংগঠনের সর্ম্পক যদি ভালো না হয়,তাহলে সাংগঠনিক ভাবে আমরা দূর্বল হয়ে যাবো। সরকারের বিরুদ্ধে গৃহীত দলীয় বিভিন্ন দাবী আদাইয়ের জন্য আমাদের সম্মিলিত ভাবে কাজ করা দরকার।