আবুনাঈম রিপন, স্টাফ রিপোর্টার।।।
নরসিংদীর শিবপুর পৌরসভার তিনটি মামলা নিস্পত্তি হওয়ায় যে কোন মুহূর্তে তফসিল ঘোষণা হতে পারে, বলে একাধিক সূত্র থেকে জানা যায়। শিবপুর পৌরসভার তিনটি মামলা নিষ্পত্তি হওয়ায় (সকল) উপজেলা পরিষদ নির্বাচন সমাপ্তির পর , যেকোনো মুহূর্তে তফসিল ঘোষণা হতে পারে ।
দীর্ঘদিনের অপেক্ষার পর শিবপুর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সকল জল্পনা-কল্পনার অবসান হওয়ায় , শিবপুর পৌরসভা নির্বাচন এর একমাত্র বাঁধা সীমানা নির্ধারণী মামলাটি ও নিস্পত্তি হওয়ার ফলে,এখন শিবপুর পৌরসভা নির্বাচন এর ক্ষেত্রে আর কোন বাঁধা নেই বলে বিভিন্ন সূত্র ও এই মামলার আইনজীবী ব্যারিস্টার আদনান সরকারের পক্ষ থেকে এই তথ্য জানা যায়। একই সাথে নির্বাচন হবে চক্রধা ইউনিয়ন পরিষদ ও মাছিমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন। দীর্ঘ প্রায় ১৯ বছরেরও অধিক সময় ধরে ইউনিয়ন পরিষদ নির্বাচন বিমূখ চক্রধা ও মাছিমপুর ইউনিয়ন পরিষদ,ইউনিয়ন বাসী নতুন করে নির্বাচনের আগমনী বার্তায় আনন্দিত স্থানীয় জনসাধারণ । নির্বাচনের মাধ্যমে বেরিয়ে আসবে নতুন নেতৃত্ব। একই নির্বাচনী আমেজে মেতে উঠবেন শিবপুর পৌরবাসী। নির্বাচনের তফসিল ঘোষণা এখন সময়ের ব্যাপার মাত্র বলেও জানিয়েছেন নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্মকর্তা । এদিকে শিবপুর পৌরসভার প্রথম পৌরপিতা হবার জন্য বিশিষ্ট ব্যক্তিবর্গ গন প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। উল্লেখ্য যে চক্রধা ও মাছিমপুর ইউনিয়ন পরিষদ এবং শিবপুর পৌরসভার নির্বাচিত অভিভাবক না থাকায় শিবপুর উপজেলায় কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে সঠিক নেতৃত্ব দেওয়ার মতো কোন নেতা নাই বললেই চলে। সেজন্য ই নতুন নেতৃত্বের মাধ্যমে শিবপুর পৌরসভার উন্নয়ন এবং কিশোর গ্যাং ও মাদক নির্মূল করা যেতে পারে বলে সর্বস্তরের জনগণ ও অভিজ্ঞ মহল মনে করেন।