আয় ছুটে গ্রামে
আসাদ সরকার
প্রভাত হলে পাখি ডাকে
সূয্যিমামা আসে,
শিশির ভেজা দূর্বাঘাসটি
মিষ্টি করে হাসে।
সবুজ মাঠে হলুদ সাদা
কত ফুল না ফুটে,
ভ্রমর এসে আপন মনে
মধু নিচ্ছে লুটে।
পাখির কূজন ফুলের হাসি
দেখতে যদি চাও,
ইট পাথরের শহর ছেড়ে
গ্রামের বাড়ি যাও।