• মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:২৮ পূর্বাহ্ন

রবিবারের পাতা :::: গেদু চাচা

admin / ৩৬১ Time View
Update : রবিবার, ৯ জুলাই, ২০২৩

 

 

গেদু চাচা
আনোয়ার হোসেন নরসিংদী

গেদু চাচা মরে গেছে
যখন শোনতে পাই ।
মনটা আমার চমকে গেল
থমকে গেলাম তাই ।

নবম জাতীয় সাহিত্য আসরে
হয়ে ছিলো দেখা ।
খুশি মনে বলে ছিলো
ভালো আপনার লেখা ।

জন্ম হলে মৃত্যু হবে
সকলেই জানে ।
তারই মাঝে কিছু মৃত্যু
দুঃখ বয়ে আনে ।

গেদু চাচা মরে গেছে
রেখে গেছে স্মৃতি ।
গেদু চাচার চিঠি লেখার
কিবা হবে গতি ।

গেদু চাচা ভালো মানুষ
গুণে ভরা জীবন ।
বলতো কথা সবার সনে
হাসি খুশি মন ।

গেদু চাচার খোলা চিঠি
পড়ে হইতাম ধন্য।
আজ তো চাচা বেচে নেই
দোয়া তারই জন্য ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category