দুঃখ
আনোয়ার হোসেন
দুঃখ আমার কেউ বুঝে না
বুঝে সবাই ভূল ।
সেই না ভূলের মাশুল দিতে
পাই না বাঁচার কুল।
কুল হারিয়ে দিশা হারা
চলার গতি নাই ।
ভাবতে গেলে অবাক লাগে
এখন কোথায় যাই ।
দুঃখ জীবনের কত কষ্ট
আমি বুঝি ভালা ।
আপনজনের জালাতনে
মূখ যে আমার কালা ।
কি করে বুঝাই তাদের
আমি বড় দুঃখী ।
দুঃখ যে আমার চির সাথী
সবাই ভাবে সুখী ।
দিন যায় রাত আসে
দুঃখের সাগরে বাস ।
তবু তারা বলে বেড়ায়
খাই যে আমি ক্রাস ।
দুঃখে আছি এটাই সুখ
সবই আমার কপাল ।
ধর্য্য ধরে বশত করি
পাই না জীবনের তাল ।
দুঃখ বিনে সুখ দেখলাম না
কাকে আমি বলি ।
আমার কথা শোনে তারা
হাতে দেয় তালি।