নামাজের দাওয়াত
আনোয়ার হোসেন
নামাজ পড়ো আল্লাহর হুকুম
পাবে খোদার দিদার ।
মরার পরে থাকবে ভালো
কবর ও হাশোর তোমার ।
নামাজ পড়লে আল্লাহকে পাবো
জীবন হবে মোদের ধন্য ।
সঠিক পথের সন্ধান পাবো
ভারবে মোদের পুন্য ।
সঠিক নামাজ পরে যেজন
ভাবনা বিহিন জীবন ।
দুরচিন্তা আসবে না মনে
হইবে সুখের মরণ ।
নামাজ পড়লে আল্লাহ খুশী
দীলে লাগে শান্তি ।
ভুলে নামাজ হইলে কাজা
মনে আসে ক্লান্তি ।
নামাজ হলো বেহেস্তের চাবি
আল কোরআনে কয় ।
নামাজ ছাড়া পার পাবে না কেহ
জানিবে নিশ্চয় ।
নামাজ পড়লে পাঁচ পুরুস্কার
এ যে আল্লাহর বানী ।
জানার পরে না মানিলে
সাজা হবে মানি।
সাজা হইতে বাঁচতে হলে
নামাজ পড়তে চলো ।
নামাজ পড়ার দাওয়াত দিতে
সব মুমিনকে বলো ।