• বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৪:০০ পূর্বাহ্ন

রবিবারের পাতা ::: পাগল :: রচনায় :: আনোয়ার হোসেন

admin / ৩৩২ Time View
Update : রবিবার, ৬ আগস্ট, ২০২৩

ছবি: আনোয়ার হোসেন.

পাগল
:: রচনায় :: আনোয়ার হোসেন

এই পাগলটা সব চেয়ে সুখী
নাই কোন তার দুঃখ ।
রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়
এটাই তার সুখ ।

নাই হিংসা নাই অহংকার
চিন্তার নাই কারণ ।
হাটে ঘাটে ঘুরে বেড়ায়
কেউ করে না বারন ।

কারো কাছে চায় না কিছু
খাবারে খুঁজে তারে ।
সবার খাবার খায় না সে
থাকে পথের ধারে।

ভয় করে না জীব জানোয়ার
ভুত পেতনী যত ।
মানুষ রুপে বানাইয়া আল্লাহ
পরীক্ষা নিলো কত।

আল্লাহর বান্দা আল্লাহ জানে
কেন এমন হলো ।
নিশ্চয় কোন ভুল আছে
রাস্তায় ঘুরতে দিলো।

আমরা মানুষ খোদার বান্দা
হিংসা অহংকারে ভরা ।
আল্লাহর হুকুম হইলে পরে
আমরা মানুষ মরা।

চিন্তা করো ওগো মানুষ
এ জীবনটা কার ।
আল্লাহ যদি রাগ করেন
পার পাবে না আর।

এই পাগলটা দেখে দেখে
সবাই শিক্ষা নাও।
পাগল হওয়ার আগে এবার
ভালো হয়ে যাও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category