মৃত্যু
আনোয়ার হোসেন
হঠাৎ করে শুনবে একদিন
আমার মৃতু্্যর খবর।
কেদেঁ কেটে অাসবে সবাই
দিতে মোরে কবর ।
কবর দিয়ে ফিরবে সবাই
যার যার বাড়ির পথে,
যাদের কাছে ভাল আমি
তারা পাবে ব্যথা ।
যাদের কাছে মন্দ অামি
হাসবে শুধু তারা।
মৃত্যর পরে যে মানুষকে
সবাই ভাল বলে ।
খোদা নাকি সে মানুষকে
নাজাত দিতে পারে।
নাজাতের অাশায় মানবের কাছে
করি ফরিয়াদ ।
চলার পথে যদি কভু
করিয়াছি অনেক ভুল
মাফ করে দাও নিজ গুনে
অমার দোষ ত্রুটি।
অামাকে করলে মাফ
তোমরাও পাবে মাফ ।
বলছে খোদার বাণী।
আমিন ।