আবুনাঈম রিপন, স্টাফ রিপোর্টার::
নরসিংদী জেলা আওয়ামী লীগের সদস্য ও শিবপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং উপজেলা নির্বাচনে চেয়ারম্যান (মোটর সাইকেল মার্কার) প্রার্থী আলহাজ্ব আসাদুজ্জামান আসাদ বলেছেন —- যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তাদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তি হচ্ছে শিবপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামছুল আলম ভূইয়া রাখিল। সে এমন কোন ষড়যন্ত্র নেই, যে আমার বিরুদ্ধে করে নাই। নিজে তো দাঁড়াইতে পারে নাই। বরং ভুলু মাস্টার, জুনায়েদুল হক ভূঁইয়া জুনু, পারভেজ,মুরাদ,কাদের, সহ
যারা আমার সাথে ছিল তাদেরকে বিভ্রান্ত করেছে। উপজেলার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক যারা আমার নির্বাচন করার জন্য নেমেছিল তাদেরকে বিভ্রান্ত করেছে এই রাখিল। বাঘাব, আইয়ুবপুর ও মাছিমপুর ইউনিয়ন ব্যতীত সারা উপজেলায় বিভিন্ন প্রলোভন দেখিয়ে আমার নির্বাচন বন্ধ করে দিয়েছে । তাদের প্রতি আমার রাগ নেই, ক্ষোভ নেই। মিস্টার রাখিল সাহেব আপনি তো সারা জীবন প্রতারণা, দালালি ও বাটপারি করেছেন । আপনি তো চেক প্রলোভন দেখিয়ে আড়াই লক্ষ টাকা পুরাদিয়ার কাশেম, শহীদুল্লাহ মন্ত্রী মহোদয়ের পিএস বাদলের কাছ থেকে টাকা নিয়েছেন। তাদের লাইসেন্সে আপনি একাউন্ট করে টাকা উঠিয়ে নিয়েছেন। ১৯৭৮ সালে হারুন খা বলেছিল তোমরা মামলা করো,তারে জেলে দিব। আমি আপনার জন্য হারুন-খা’র পায়ে ধরেছি। আপনি আমার পায়ে ধরেছেন । এই কামরুল, বাদল সাক্ষী রাখিল আমার পায়ে ধরেছে বাঁচার জন্য ।রাখিল বলেছে তুই এবারের মত আমারে ক্ষমা করে দে। আমার বিষয়টি নিষ্কৃতি করে দে। সারা জীবন তোরে মনে রাখবো। শহীদুল্লাহ ও কাসেম এখনো জীবিত আছে । আপনি যদি পারেন তাহলে প্রতিবাদ জানাবেন।আপনি আমার পায়ে ধরা কে আমি লজ্জা বোধ করে আপনার প্রতি সম্মান প্রদর্শন করি এবং আপনার মামলা আমি শেষ করে দিয়েছিলাম। আপনি মিথ্যা ,ভূয়া ,জাল সার্টিফিকেট দিয়ে শিবপুর মডেল প্রাথমিক বিদ্যালয় সভাপতিত্ব করছেন। রাখিল সাহেব আপনি তো বি এ পরীক্ষাই দেন নাই আপনি কিভাবে সভাপতিত্ব করেছেন। মোহন সাহেব বারবার অনুরোধ করেছেন তুমি এ পথে এগিও না। তখনও আপনি আমাকে ফোনে হাতে পায়ে ধরেছেন। বলেছেন তুই আমারে মেরে ফেলবি আমাকে বাচা। আপনার ষড়যন্ত্র আমি জানি আপনার মুখোশ আরো উন্মোচন করবো। রাখিল সাহেব আরো অনেক কিছু আছে সেগুলো রাজনীতির ময়দানে জবাব দিবো। আপনি মাঠের নামেন, তার পর আমি আপনার বিষয় দেখবো ইনশাআল্লাহ। চৈতন্যা একটি মার্ডার মামলায় ৭ লক্ষ টাকা আপনি আত্মসাৎ করেছেন ।,মোহন সাহেব সেখান থেকে ভোট পাইনি শুধু তার কারনে। এই যে বাদল দড়ি পুরার তার লোন শেষ করে দিবে বলে তার কাছ থেকে টাকা নিয়েছেন সেই টাকা কোনদিন ফেরত দেয় নাই রাখিল। আমি শুধু এইটুকু বললাম রাখিল সাহেব আপনার রাজনীতি শেষ। আপনার রাজনীতি চিরতরে শিবপুর থেকে শেষ । আজকে আওয়ামী লীগ শিবপুরে খন্ড দিখণ্ড হয়ে গেছে। আজকে আওয়ামী লীগ ধ্বংসের স্তূপে পরিণত হয়েছে। শিবপুরে আওয়ামী লীগ আজকে থাকবে কি থাকবে না সন্দেহের সৃষ্টি হয়েছে। আমার সাথে যারা আওয়ামীলীগ ছিল আমি মনে করি বিশ্বাস করি তারাই প্রকৃতপক্ষে আওয়ামীলীগ। যারা উড়ে এসে জুড়ে বসেছে টাকা দিয়ে কিনে নিয়েছে তারা আওয়ামীলীগ এর সাচ্ছা কর্মী না । সারা জীবন নির্যাতন অত্যাচার সয্য করেছি । উপজেলা পরিষদ নির্বাচনে যে দিন প্রত্যাহারের শেষ দিন, সেই দিন বলে আসাদ বসে গেছে আবার যখন বক্তব্য দিলাম আসাদ বসে নাই, তখন আবার আমার কর্মীরা গণজোয়ার সৃষ্টি করেছে। নির্বাচনের তিন দিন আগে বলে আসাদ বসে গেছে আমি এ কথা শুনে যখন বক্তব্য দেই, তখন এক দিকে শান্ত , অন্য দিক অশান্ত। আমি নির্বাচনের পূর্বেই বলেছি আমি স্বল্প আয়ের মানুষ। আমি আপনাদের কে বলেছি ,আমি দালালি করি না, আমি বাটপারি করি না ,আমি জোচ্চুরি করিনা ,আমি মিথ্যা কথা বলি না, যে লোক মিথ্যা কথা বলে না সে লোকটি জালিয়াতি করতে পারে না। আমাকে ধ্বংস করার জন্য বারবার ষড়যন্ত্র করছে।
এবার হারুনখার ছেলে আরো কিছু কুচক্রীমহল আমার বিরুদ্ধে বক্তব্য দিয়েছে আমাকে ফাঁসির দড়ি দিয়ে পোস্টার লাগিয়েছে। হারুনখা’র ছেলের এক বন্ধু আমার কাছে সকালে আসছে, আমার সাথে ১০ মিনিট কথা বলার পর সে বলছে ভাই কি কারনে যে হারুন-খার পুত্র আপনার বিরুদ্ধে, সেটা সে বলে না।শুধু বলে সে আপনার বিরুদ্ধে।কারণ বলতে পারে না, তবে মনে হয় কোন জায়গা থেকে কিছু পায় এই কারণে সে আপনার বিরুদ্ধে ।
সম্প্রতি শিবপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে শিবপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আজিজুর রহমান খান ভুলু মাস্টারের সভাপতিত্বে নির্বাচনোত্তর মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নরসিংদী জেলা আওয়ামী যুবলীগ এর সহ-সভাপতি জুনায়েদুল হক ভূইয়া জুনু, শিবপুর উপজেলা আওয়ামী লীগ এর দপ্তর সম্পাদক সৈয়দ মাসুদ পারভেজ, আয়ুবপুর ইউনিয়ন আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক আবু সাইদ, বাঘাব ইউনিয়ন আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বিএসসি, শিবপুর উপজেলা কৃষক লীগ এর সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, শিবপুর উপজেলা তাঁতী লীগ সভাপতি,প্রমুখ।
এছাড়া উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।