• বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:৪৫ পূর্বাহ্ন

রাজনীতির মাঠ গরম রাখছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থীরা

admin / ১২৫ Time View
Update : শনিবার, ২৩ মার্চ, ২০২৪

আবুনাঈম রিপন,স্টাফ রিপোর্টার :::

নির্বাচন কমিশন উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা না করলেও চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে নির্বাচনে অংশ গ্রহণ করতে আ.লীগের বেশ কয়েকজন নেতা ও নেত্রী নরসিংদীর শিবপুরের রাজনৈতিক মাঠ চষে বেড়াচ্ছেন। লিফলেট বিতরণ, গনসংযোগ, মিটিং মিছিলের মাধ্যমে প্রচারণা চালিয়ে যাচ্ছেন তারা। পাশাপাশি ভোটারদেরকে বিভিন্ন প্রতিশ্রুতিও দিচ্ছেন তারা। এরা হলেন নরসিংদী জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও শিবপুর আসনের সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লার সহধর্মিণী উপজেলা মহিলা আ.লীগের সভাপতি ফেরদৌসি ইসলাম, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল, সাবেক সংসদ সদস্য ও জেলা আ.লীগের সদস্য জহিরুল হক ভুঈয়া মোহন এর ছোট ভাই জুনু, সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লার ছোট ভাই ও জেলা যুবলীগের সহ সভাপতি সামসুল ইসলাম মোল্লা, জেলা আ.লীগের সদস্য ও উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক ফরহাম আলম ভূইয়া, উপজেলা আ.লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।
উপজেলা বিএনপির সাবেক সদস্য সচীব ও আব্দুল মান্নান ভূঁইয়া পরিষদের সদস্য সচীব আলহাজ্ব আরিফ উল ইসলাম মৃধা।

আব্দুল মান্নান ভূঁইয়া পরিষদের প্রচার সম্পাদক খোরশেদ আলম মিয়াজী শিবপুরের আলো ২৪ ডট কম’কে বলেন — আগামী উপজেলা নির্বাচনে অংশ নিতে পরিষদের পক্ষ থেকে প্রস্তুতি চলছে। শিবপুরে আরিফ উল ইসলাম মৃধা একজন জনপ্রিয় নেতা। তাই তিনি নির্বাচনে অংশ গ্রহণ করবেন। নির্বাচন কমিশন কর্তৃক তফসিল ঘোষণার পরই আমরা নির্বাচনী মাঠে সর্বাত্বক ভাবে নির্বাচনী কাজ চালু করবো।

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category