মো:তালাত মাহামুদ, বিশেষ প্রতিনিধি :
গত শনিবার বিকেলে নরসিংদীর রায়পুরা উপজেলার ঐতিহ্যবাহি সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ অডিটোরিয়ামে “আদিয়াবাদের শিকড় ও শিখর” গবেষণা গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।
গ্রন্থটির রচয়িতা আদিয়াবাদের কৃতি সন্তান খ্যাতিমান লেখক-সাহিত্যিক ও গবেষক সামসু উদ্দিন খান। প্রকাশক-ঊষারাণী দাস, নিখিল প্রকাশন, বাংলাবাজার, ঢাকা। আদিয়াবাদ তথা এতদাঞ্চলের ইতিহাস-ঐতিহ্য ও কৃষ্টি নিয়ে লেখা গবেষণা গ্রন্থটির নান্দনিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারি প্রধান শিক্ষক মো. মাহতাব উদ্দিন। প্রধান অতিথি ছিলেন প্রেসিডেন্সি কলেজ, নরসিংদী’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. মো. মোয়াজ্জেম হোসেন। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে বক্তব্য উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়’র সিনেট সদস্য ও বাংলাদেশ শিক্ষক সমিতির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা রঞ্জিত কুমার সাহা, নিখিল প্রকাশন’র স্বত্ত্বাধিকারী নিখিল শীল, সম্পাদক ও গবেষক সিনিয়র সাংবাদিক বিধান দাস গুপ্ত, বিশিষ্ট লেখক ও সাহিত্যিক ডা. অছিউদ্দিন আহমদ, নওশেদ খান প্রতিবন্ধী বিদ্যালয় (আদিয়াবাদ) এর প্রতিষ্ঠাতা সভাপতি মো. নওশেদ খান, নরসিংদী জেলা সাংবাদিক ফোরামের সভাপতি এস.এম বিল্লাল হোসেন, নরসিংদীস্থ কে.কে.এম সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আলেয়া বেগম প্রমূখ।
বক্তরা বলেন — বহুমূখী জ্ঞান আহরণের যুগপোযোগী মহামূল্যবান এ গ্রন্থটি ইতিহাস-ঐতিহ্যের স্বাক্ষ বহন করবে অনাদীকাল। বক্তাগণ পাঠকদেরকে বেশি বেশি বই পড়ার প্রতি উদাত্ত আহ্বান জানান। লেখক সামসু উদ্দিন খান বলেন, বইটি লিখতে আমার প্রায় দেড় বছর সময় লেগেছে। তিনি আরো বলেন, বইটি পড়ে সমাজের মানুষ উপকৃত হবে বলে আমার বিশ্বাস এবং জ্ঞানপিপাষু গবেষক ও পাঠকদের জন্য এ বইটি অনন্য ভূমিকা রাখবে। অনুষ্ঠান সঞ্চালনা করেন উক্ত শিক্ষা পতিষ্ঠানের সহকারি শিক্ষক মো. কামাল মিয়া।