♦মোঃ আলম মৃধা♦
নরসিংদীর রায়পুরার বাঁশগাড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নিহত হয়েছে দুই জন। এ সময় সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত হয়েছে অন্তত ১৫-২০ জন।
আজ (২৬ জানুয়ারি) রবিবার সকাল পৌনে ৮টার দিকে বাঁশগাড়ি ইউনিয়নে পূর্বঘোষিত যুদ্ধের ডাক দিয়ে সংঘর্ষে নামে দুপক্ষ। এতে টেঁটা ও বন্দু যুদ্ধে আলমগীর হোসেন (আলম) ও আলী আহমদ নামে দুই জন নিহত হয়।
স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চল বাঁশগাড়ি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন রাতুল ও সাবেক চেয়ারম্যান আশরাফুল হক এই দুই গ্রুপের দ্বন্দ্ব চলে আসছিল দীর্ঘদিন যাবত। এরই জের ধরে আজ সকালে যুদ্ধের ডাক দিয়ে দুই পক্ষের লোকজন টেঁটা, বললম, দাঁ, ছুরি ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে যেকোনো সময় আবারও সংঘর্ষ হতে পারে বলে জানান তারা।
এ বিষয়ে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাসুদ রানা বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চেয়ারম্যান জাকির হোসেন রাতুল ও সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলামের মধ্যে সংঘর্ষ হয়। এতে জাকির হাসান রাতুল সমর্থিত দুজন ও আশরাফুল ইসলামের সমর্থিত একজন নিহত হয় এমনটা জানতে পেরেছি।