বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র/ছাত্রীদের সাথে ঢাকা বিভাগীয় কমিশনার মো: সাবিরুল ইসলাম।
আলো রিপোর্ট:
জেলা, উপজেলা পর্যায়ে উন্নয়নমূলক ও সরকারী কাজের তদারকি করতে প্রায় চল্লিশটি উপজেলার দায়িত্বপ্রাপ্ত ঢাকা বিভাগীয় কমিশনার মো: সাবিরুল ইসলাম
গতকাল শনিবার (২৯ এপ্রিল) শিবপুর সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন। নরসিংদীর শিবপুর উপজেলার মধ্যে একমাত্র শতবর্ষে পা রাখা বিদ্যালয়টি গতবছর সরকারী করণ করার পর এই প্রথম কোন উচ্চপদস্থ সরকারী কর্মকর্তা বিদ্যালয়টি পরিদর্শন করেছেন। ফলে ঢাকা বিভাগীয় কমিশনারকে কাছে পেয়ে খুশি শিক্ষক ও শিক্ষার্থীরা।
গতকাল বিভাগীয় কমিশনার ঢাকা বিভাগের বিভিন্ন উপজেলা পরিদর্শনের অংশ হিসেবে শিবপুর আসেন। শিবপুর উপজেলা প্রশাসন,সাংবাদিক,সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা শেষে
শিবপুর সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শনে আসেন তিনি । এ সময় তার সাথে ছিলেন নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনিয়া জিন্নাত ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁঞা রাখিল প্রমুখ।
শিবপুর সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর উদ্দিন মোহাম্মদ আলমগীর ( সবার কাছে পরিচিত বাদল মাস্টার) অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার পাশাপাশি উৎফুল্ল শিক্ষার্থীরা পুষ্পবৃষ্টি করে স্বাগত জানায় তাদের।
বিভাগীয় কমিশনার বিদ্যালয়ের বহিতে স্বাক্ষর করে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে খোলামেলা কথা বলে একাডেমিক ও কো-কারিকুলার কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন তিনি।