নষ্টের কল
নূরুল ইসলাম নূরচান
চলরে তোরা চল্
তাদের দমন করি
যারা অন্যের আহার
দিনদিন নেয় কাড়ি।
চলরে তোরা চল্
একতাই মোদের বল
তাদের রুখে দেই
যারা অন্যের টাকায়
গড়ছে বাড়ি গাড়ি
ব্যাংকে জমাচ্ছে টাকা
কাড়ি কাড়ি কাড়ি
তারাই নষ্টের কল।
চলরে তোরা চল্
একতাই মোদের বল
চলরে তোরা চল্
চলরে তরুণ দল।
# লেখক: কবি, সাংবাদিক, সাহিত্যিক, সম্পাদক.