মোঃ আলম মৃধা
নরসিংদী প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির ২০২৩ -২০২৫ শপথ গ্রহণ, আলোচনা সভা ও এক মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।নরসিংদীতে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে আজ (২ ডিসেম্বর) শনিবার এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শপথ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাবেক প্রেস ক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান।
কার্যনির্বাহী কমিটির সদস্যদের শপথ পাঠ করান উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা ড.বদিউল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি দৈনিক সমকালের জেলা প্রতিনিধি মো: নুরুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক , ৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি ও সাপ্তাহিক নরসিংদীর তথ্যের সম্পাদক মো:মোবারক হোসেন।তিনি তাকে ভোট দিয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় ভোটারদের ধন্যবাদ জানান এবং সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তার বক্তব্যে নরসিংদীর সকল সাংবাদিকদের ভেদাভেদ ভুলে প্রেস ক্লাবের প্ল্যাটফর্মে আনার আহ্বান জানান ও নরসিংদীর অগ্রযাত্রা এবং উন্নয়নকে ত্বরান্বিত করতে একসাথে কাজ করারও আহ্বান জানান।
নবনির্বাচিত সভাপতি মোঃ নুরুল ইসলাম প্রেস ক্লাবে লাইব্রেরী করা, সাংবাদিকদের জন্য আবাসন নির্মাণ করা, এবং সীমাবদ্ধতার মধ্যে অন্য সাংবাদিকদের ক্লাবে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম, নরসিংদী চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল মোমেন মোল্লা, নরসিংদী সরকারি কলেজের সাবেক দুই অধ্যক্ষ গোলাম মোস্তুফা মিয়া ও মোহাম্মদ আলী প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা তাদের বক্তব্যে নবনির্বাচিত কমিটির জন্য শুভকামনা জানান এবং আগামী দুই বছরে তারা প্রেসক্লাব কে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে পরিচালনা করার আশাবাদ ব্যক্ত করেন।