♦নিজস্ব সংবাদদাতা ♦
নরসিংদীর শিবপুর উপজেলায় ৫৩ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন খেলাধুলা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৫ ফেব্রুয়ারি) সকাল ১০ শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে দিন ব্যাপী চলে এই খেলাধুলা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত খেলায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক (রাজস্ব) অনজন দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর সহকারী কমিশনার (ভুমি) মুঃ আব্দুর রহিম, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আফজাল হোসাইন, ৫৩ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন খেলাধুলা-২০২৫ এর সদস্য সচিব ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন।
এসময় আরোও উপস্থিত ছিলেন শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ আলমগীর হোসেন সহ উপজেলার সকল স্কুল, কারিগরি ও মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা বৃন্দ।