• সোমবার, ১৭ মার্চ ২০২৫, ১১:২৬ অপরাহ্ন

শিক্ষা সম্পর্কিত পাতা: শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ সময়ের দাবী: মো লুৎফর রহমান

admin / ১২২ Time View
Update : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩

মো: লুৎফর রহমান:::

আজ উন্নত দেশগুলোর মধ্যে লক্ষ্য করলে দেখা যায় শিক্ষা ব্যবস্থার অনেক উন্নতি হয়েছে। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না। শিক্ষা হলো জাতির মেরুদন্ড। যে দেশে শিক্ষা ব্যবস্থায় যত উন্নত সে দেশ ততো বেশি এগিয়ে আছে। আমাদের এই দেশে শিক্ষা ব্যবস্থার ও উন্নতি করা একান্ত অপরিহার্য। রাষ্ট্রীয় হস্তক্ষেপ ছাড়া শিক্ষা ব্যবস্থা উন্নতি করা সম্ভব নয়। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করতে চেয়ে ছিলেন এবং শিক্ষকদের মর্যাদা তিনি রাষ্ট্রীয়ভাবে দেওয়ার পরিকল্পনা গ্রহন করছিলেন । বঙ্গবন্ধুর মৃত্যুর পর শিক্ষাব্যবস্থাকে জাতীয়করণ করা এবং বাস্তবায়ন করার কোন পরিকল্পনা কোন সরকারই গ্রহণ করেনি। আওয়ামী লীগ সরকার পুনরায় নির্বাচিত হওয়ার পর শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করার একটি বৃহৎ পরিকল্পনা গ্রহণ করেন। বঙ্গবন্ধুর সেই স্বপ্নকে বাস্তবায়ন করার পদক্ষেপ নিয়েছেন। বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা। তারই ধারাবাহিকতায় এই বছর শিক্ষক দিবস উপলক্ষে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে স্বাধীনতা শিক্ষক পরিষদে মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী মহিবুল হাসান নওফেল বলেছেন, শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠান মান উন্নয়নের জন্য এই চলতি মাসে বড় আকারের এমপিভুক্ত ঘোষণা আসবে। বঙ্গবন্ধুর আদর্শ শিক্ষা পরিবারকে রাষ্ট্রীয়করণ করা হবে। সারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা রাষ্ট্রীয়করণ করা হবে এবং রাষ্ট্র শিক্ষাব্যবস্থা নিয়ন্ত্রণ করবে। শিক্ষকদের যথাযথ মূল্যায়ন এবং সম্মান প্রদান করা হবে। ইতিমধ্যে এই পরিকল্পনা হাতে নিয়েছি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পর্যায়ক্রমে ধাপে ধাপে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে পর্যায়ক্রমে এমপিওভুক্তির পরিকল্পনা চলছে। আওয়ামীলীগ এর যুগ্মসাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন শিক্ষক রাজনীতি বন্ধ এবং শিক্ষকদের মাঝে দলাদলি বন্ধ করতে হবে। হানাহানি বন্ধ করতে হবে। মানহীন শিক্ষক নিয়োগ এর কারণে শিক্ষা ব্যবস্থার ক্ষতি হয়েছে। শিক্ষক যদি রাজনীতি থেকে বের হয়ে আসে তাহলে শিক্ষকের যথাযথ সম্মান এবং রাষ্ট্রীয় মর্যাদা দেয়া হবে। যুগোপযোগী এই বক্তব্য কে সাধুবাদ জানাচ্ছেন সকল শ্রেণির শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ। আগামী দিনের পথচলায় এ বক্তব্য সত্য ও হোক সে প্রত্যাশায় আমরা সবাই।

লেখক: , সহকারী অধ্যাপক রোকন উদ্দিন মোল্লা গার্লস কলেজ, আড়াইহাজার, নারায়নগঞ্জ.

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category