প্রশ্ন: মাদ্রাসা শিক্ষা বোর্ড কবে
প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯৭৮ সালে।
প্রশ্ন: প্রাথমিক শিক্ষা আইন জারি
হয় কত সালে?
উঃ ১৯৭৪ সালে।
প্রশ্ন: বাংলাদেশে প্রাইমারী
স্কুলের সংখ্যা কত?
উঃ ৮০, ৩৯৭ টি (সরকারী ৩৭,৬৭২ টি ও
বেসরকারী ৪২,৭২৫ টি)।
প্রশ্ন: দেশে মাধ্যমিক ও নিম্ন
মাধ্যমিক বিদ্যালয় মোট কতটি?
উঃ ১৮,৫০০ টি (বালিকা-৩৭০৮টি)
প্রশ্ন: দেশে নিম্ন মাধ্যমিক
বিদ্যালয় মোট কতটি? (নিম্ন
মাধ্যমিক সবগুলো বেসরকারী)
উঃ ৪,৩২২ টি (বালিকা-১২৪৭টি)
প্রশ্ন: দেশে সরকারী মাধ্যমিক
বিদ্যালয় মোট কতটি?
উঃ ৩১৭ টি (বালিকা-১৪৭টি)
প্রশ্ন: দেশে বেসরকারী মাধ্যমিক
বিদ্যালয় মোট কতটি? (৬৩৮টি
কলেজিয়েট স্কুলসহ)
উঃ ১৩,৮৬১ টি (বালিকা-২৩১৪টি)
প্রশ্ন: মোট মাদ্রাসার সংখ্যা মোট
কতটি?
উঃ ৯,২১৪ টি।
প্রশ্ন: মোট সরকারী মাদ্রাসার
সংখ্যা মোট কতটি?
উঃ ০৩ টি।