• শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১২:১২ পূর্বাহ্ন

শিবপুর’কে একটি আদর্শ মডেল উপজেলা হিসেবে উপহার দিবো এমপি সিরাজুল ইসলাম মোল্লা

admin / ১৩৬ Time View
Update : রবিবার, ১৭ মার্চ, ২০২৪

বক্তব্য রাখছেন সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা

আবুনাঈম রিপন, স্টাফ রিপোর্টার:::

জেলা আ’লীগের সহ সভাপতি ও শিবপুর আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা বলেছেন —- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে ১১ ই নভেম্বর যুবলীগ প্রতিষ্ঠা করেন এবং যুবলীগের দায়িত্ব দেন শেখ ফজলুল হক মনিকে। যুবলীগ বাংলাদেশের একটি শক্তিশালী সংগঠন হিসেবে আজ প্রতিষ্ঠিত। এশিয়া মহাদেশে একটি শক্তিশালী সংগঠন হিসেবে যুবলীগ প্রতিষ্ঠিত হয়েছে ।২০১৪ইং সালে আমার সংসদ নির্বাচনে অনেক শক্তিশালী ভূমিকা পালন করেছিলো যুবলীগ, পদ পদবী নেওয়ার জন্য কেউ যুবলীগে আসবেন না, যারা সময় দিতে পারবেন তারাই যুবলীগ কমিটিতে আসবেন। মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ নজর রাখেন যুবলীগের উপর, বিগত সাতই জানুয়ারি আপনারা আমাকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছেন আপনাদের ভোটে আমি নির্বাচিত সংসদ সদস্য। এখন সকলের এমপি। শিবপুরবাসীর সকলের উন্নয়নমূলক কর্মকান্ড আমি করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একজন নারী। সারা বিশ্বে নারী নেতৃত্ব আজ প্রতিষ্ঠিত। নারীরা বিমান সহ সরকারি ,বেসরকারি, বিচার বিভাগ সহ সকল কিছুতেই নেতৃত্ব দিচ্ছেন।
নারীরা ক্ষমতায় থাকলে দুর্নীতি হয় না । আগামী উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের সাথে আলাপ আলোচনা করে আমরা একজনকে প্রার্থী দিতে চাই। আমরা চাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় যেন আমাদের একক প্রার্থী বিজয়ী হয় । উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ফেরদৌসী ইসলাম উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলে এখানে কোন সমস্যা নাই। আমার পরিবার নির্বাচন করবে। আমার পরিবার যদি একক প্রার্থী হয় সেখানে কোন সমস্যা নাই ।আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবো।আমাদের উন্নয়নের কোন বাধা থাকবে না ,শিবপুরের প্রতিটি ঘরে ঘরে আমরা যেন উন্নয়ন ছোয়া দিতে পারি এবং শিবপুর কে একটি আদর্শ মডেল উপজেলা হিসেবে উপহার দিতে পারি। সকল উন্নয়নমূলক কাজের সভাপতি হিসেবে থাকবে উপজেলা চেয়ারম্যান। আমি এমপি হিসেবে অনেক কাজ আনতে পারব আমরা উন্নয়নের মাধ্যমে শিবপুর কে ফুলের মত একটি মডেল বাগান হিসেবে শিবপুর উপজেলা উপহার দিব।

তিনি শনিবার (১৬/৩/২০২৪) নরসিংদীর শিবপুর উপজেলায় দুলালপুর সিনিয়র ফাজিল মাদ্রাসা প্রাংগনে দুলাল পুর ইউনিয়ন আওয়ামী যুবলীগ এর উদ্যোগে ত্রি-বার্ষিক সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত খেকে এ কথা কলেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা মহিলা আওয়ামী লীগ এর সভাপতি ও শিবপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী ফেরদৌসী ইসলাম । আরো বক্তব্য রাখেন নরসিংদী জেলা আওয়ামী যুবলীগ এর সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী। নরসিংদী জেলা আওয়ামী যুবলীগ এর সহ-সভাপতি আলহাজ্ব সামসুল ইসলাম মোল্লা ও জুনায়েদুল হক ভূঁইয়া জুনু, নরসিংদী জেলা আওয়ামী লীগ এর শ্রম বিষয়ক সম্পাদক শহিদুল আলম সরকার।

উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন মাহবুব আলম মোল্লা তাজুল, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শেখ কামাল হোসেন, উপজেলা যুবলীগের সহ সভাপতি আবেদ হোসেন ফকির প্রমুখ। সঞ্চালনা করেন মোঃ আব্দুল্লাহ মৃধা , উপস্থিত ছিলেন আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা এমপির ব্যক্তিগত কর্মকর্তা আবুল কালাম আজাদ ও যুবলীগের উপজেলা,ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category