আজ ১৭ অক্টোবর নরসিংদী জেলা পরিষদ নির্বাচনে আ’লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল মতিন ভূইয়ার চেয়ে স্বতন্ত্র প্রার্থী মনির হোসেন ভূঞা শিবপুরেও ভোট পেয়েছেন বেশি।উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের প্রচেষ্টার পরও আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ভোট পেয়েছে মাত্র ৪৪ টি।অপর দিকে নির্বাচনে বিএনপি’র প্রার্থী না থাকলেও চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ গ্রহণ করা মনির হোসেন ভূঞা শিবপুরে ভোট পেয়েছেন ৬৭ টি।ফলে শিবপুর উপজেলা আওয়ামীলীগের নেতা কর্মীরা বিষয়টি স্বাভাবিক ভাবে মেনে নিতে পারছে না।
জানাগেছে, আজ সোমবার জেলা পরিষদ নির্বাচন অনুষ্টিত হয়েছে।নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মনির হোসেন ভূঞা ২৮৩ ভোট বেশি পেয়ে জেলা পরিষদের চেয়ারম্যান পদে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।নির্বাচন কমিশন নরসিংদী জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষনার পর আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল মতিন ভূইয়াকে চেয়ারম্যান পদে নির্বাচিত করার জন্য সর্বাত্মক ভাবে প্রচেষ্টা শুরু করে শিবপুর উপজেলা আওয়ামীলীগ।আ’লীগের প্রার্থীকে বিজয়ী করতে উপজেলা আ’লীগের উদ্যোগে প্রচার – প্রচারণা সহ অনুষ্ঠিত সভা ছিল চোখে পড়ার মতো। কিন্তু আ’লীগের এই সম্মিলিত প্রচেষ্টার পরও কেন আ’লীগের প্রার্থী ভোট কম পেয়েছে তার কোন হিসাব খুঁজে পাচ্চে না শিবপুরের আ’লীগ নেতারা।নির্বাচনে আ’লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী (কাপ- পিরিচ মার্কা) ৩৪৮ টি ভোট পেয় পরাজয় বরষ করতে হয়েছে।তার বিপরীতে স্বতন্ত্র প্রার্থী মনির হোসেন ( আনারস মার্কা) ৬৩১ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছে।
শিবপুর উপজেলা আ’লীগের নেতাকর্মীদের মধ্যে বহু দিন ধরে চলছে গ্রুপিং।কিন্তু গ্রুপিং ভুলে গিয়ে জেলা পরিষদ নির্বাচনে আ’লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থীর পক্ষে শিবপুরের নেতারা নির্বাচনী মাঠে কাজ করেছিলেন।সেই সকল নেতাদের মধ্যে ছিলেন – শিবপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন, শিবপুর আসনের সাবেক এমপি আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা,শিবপুর উপজেলা চেয়ারম্যান ও সাবেক উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব হারুন অর রশীদ খাঁন, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহসীন নাজির,উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল প্রমুখ।