নরসিংদীর শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাম্মদ ফারজানা ইয়াসমিন এর সাথে সিআরবি নেতাদের সৌজন্য সাক্ষাৎ।
♦বিশেষ প্রতিনিধি♦
নরসিংদীর শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাম্মদ ফারজানা ইয়াসমিন এর সাথে কাউন্সিল অব কনজিউমার রাইটস বাংলাদেশ
(সিআরবি)’র উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন শাখা সদস্যবৃন্দ
সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আজ সোমবার (২৩ /১২/২০২৪) সকাল ১১ ঘটিকায় জেলা সিআরবি’র সভাপতি আব্দুল হান্নান মানিকের নেতৃত্বে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক তোফাজ্জল হোসেন মাস্টার, সিআরবি’র জেলা সাধারণ সম্পাদক নগেন্দ্র নাথ বনিক, শিবপুর উপজেলা শাখার সভাপতি,সাবেক উপজেলা শিক্ষা অফিসার,শিবপুরের আলো ২৪ ডট কম’র উপদেষ্টা নূরুদ্দীন আহাম্মেদ , সাংগঠনিক সম্পাদক ও শিবপুরের আলো ২৪ ডট কম’র বিশেষ প্রতিনিধি নাছিম আহমেদ ইকবাল, প্রচার সম্পাদক আব্দুল বাছেদ, সদস্যসহ ও ইউনিয়ন পর্যায়ের সভাপতি সম্পাদকগণ। সাক্ষাতে শিবপুর উপজেলায় সিআরপির পূর্বাপর বিভিন্ন কার্যক্রম নির্বাহী অফিসারকে অবহিত করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের দিক নির্দেশনা মূলক পরামর্শ এর মাধ্যমে সংক্ষিপ্ত সাক্ষাৎকার সমাপ্ত হয়।