আলো রিপোর্ট:
হার্ট এটাকে পাঁচ দিন পর আজ দুপুরে সৌদি আরবের হাসপাতালে মারা গেলের মো: ইকবাল মোল্লা। রিয়াদ কিং সৈউদ হাসপাতালে মৃত্যু হওয়া ইকবাল মোল্লা নরসিংদীর শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের খড়িয়া পূর্বপাড়া গ্রামের মো বিল্লার মোল্লার বড় ছেলে।।
জানাগেছে, ইকবাল হোসেন প্রায় ছয় বছর আগে সৌদি আরবে গিয়েছিলেন।প্রথমে কোম্পানিতে চাকরী করলেও পরর্বতিতে সে অবৈধ হয়ে বাহিরে কাজ করতো। গত শুক্রবার হঠ্যাৎ করে হার্ট এটাক করে ইকবাল হোসেন।তারপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা দেওয়া হয় তাকে।মোটামুটি সুস্থ হয়ে রুমে আসার পর গতকাল সোমবার পূনরায় সমস্যা দেখা দিলে হাসপাতালে ভর্তি করা হয় ইকবাল হোসেন কে। আজ মঙ্গলবার দুপুরে (সৌদি আরব সময়) প্রায় দেড়টার সময় তিনি মৃত্যু বরণ করে।
তিনি তিন ভাই ও এক বোনের মধ্যে বড় ছিলেন। মৃত্যুকালে তিনি বাবা,মা, ছেলে /মেয়ে রেখে মারা গেছেন।