• বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৪:২৭ পূর্বাহ্ন

শিবপুরের কাদির চর সড়কে ট্রলি চাপায় আহত ১

admin / ২৪৮ Time View
Update : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩

আবুনাঈম রিপন,স্টাফ রিপোর্টার:::

নরসিংদীর শিবপুর উপজেলার দুলাল পুর ইউনিয়ন এর কাদিরচর বনদ এর রাস্তার পাশে ইনদরার পাড়ের পিছনের সড়কের পাশে মাটি কেটে বিক্রি করার কারনে বাই পাস সড়কে অসংখ্য ট্রাক, ট্রলি চলাচল করে, মাটি নেওয়ার উদ্দেশ্যে ট্রলি চালক রমজান সড়কের পাশে মোচড় নেওয়ার সময় হোন্ডা চালকের উপর উঠিয়ে দেয়। মূমূর্ষ্য আবস্থায় হোন্ডা আরোহীকে আশেপাশের লোকজন উদ্ধার করে শিবপুর উপজেলার হাসপাতালে নিলে, তাকে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদরে,, সেখানে অবস্থার অবনতি হলে, তাকে ঢাকার উওরা ৮ নং সেক্টরে আইসিওতে ভর্তি করা হয়, সেখানে চিকিৎসাধীন।
আরমান (২১) পিতা: আমিরুল, গ্রাম, জাগির পাড়া,সাং বকশিগঞ্জ ,জেলা: জামালপুর, শিবপুর উপজেলার আলী নগর গ্রামের মজিবর,এর ভাগনে। মামার বাড়ি বেড়াতে এসে শনিবার ২৩ইং ডিসেম্বর দুপুর ১২টার দিকে,
সড়ক দূর্ঘটনায় মারাত্মক ঝুকিপূর্ণ অবস্থায় উওরা আর্ক হাসপাতালে আইসিও তে লাইফ সার্পোটে চিকিৎসাধীন অবস্থায় আছে।

ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে ট্রলি ও হোন্ডা জব্দ করে, ট্রলি চালকের কোন খোঁজ পাওয়া যায় নি। ট্রলি থানায় নিয়ে যায়, বলে সূত্রে জানা যায়। চরসিন্ধুর কাদির চর এই সড়কটি পলাশ এলাকার সাথে সংযুক্ত। এই রোডটিতে প্রায় সময় দূর্ঘটনা ঘটে থাকে। এই এলাকায় মনিটরিং টিম কাজ করলে সাধারণ জনগন উপকৃত হবে বলে ধারণা করছেন সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category