আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখছেন সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লা.
আলো রিপোর্ট:
নরসিংদী জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও শিবপুর আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা বলেছেন — বর্তমান বিশ্বে বাংলাদেশ হচ্ছে একটি উন্নয়নের মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন শহরের মানুষ যেই সকল সুযোগ সুবিধা ভোগ করে তা গ্রামের মানুষ জন্য ব্যবস্থা করে দিবেন। শহরে মানুষ বিদ্যুৎ, ফ্রিজ, এসি ও ইন্টারনেট ব্যবহার করে। গ্রামের মানুষও সব সুবিধা ভোগ করছে। বিদ্যুৎ থাকার কারণেই কিন্তু প্রবাসীদের সাথে ভিডিও কলে পরিবারের সদস্যরা কথা বলতে পারছে। আমি এমপি থাকাকালীন সময়ে ( ২০১৪ খেকে ২০১৮) প্রত্যেকটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দিয়েছে। শিবপুরের অধিকাংশ উন্নয়ন আমার সময়ে হয়েছে। সেই হিসেবে বর্তমানে শিবপুরে কিন্তু উন্নয়ন হয়নি।
তিনি আজ শনিবার (১৯ আগস্ট) সিরাজুল ইসলাম মোল্লা সমাজসেবা ফাউন্ডেশনের উদ্যােগে ডাক বাংলার পূর্বপাশে ব্যক্তিগত রাজনৈতিক কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সম্বনয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে এ কথা বলেন।
মুক্তিযোদ্ধা একেএম নাসিম আহম্মেদ হিরন এর সঞ্চলনায় শিবপুর উপজেলা আঃলীগের সভাপতি,বীর মুক্তি যোদ্ধা, আলহাজ্ব মহসিন নাজির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আঃলীগের সভাপতি, জি এম তালেব হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আঃলীগের সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী।
এছাড়া উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভুইঁয়া রাখিল, উপজেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব বাবু, মাহবুবুল আলম মোল্লা তাজুল, বীর মুক্তিযোদ্ধা মোতালেব পাঠান,এড খোরশেদ আলম,সাবেক সচিব আমজাদ হোসেন,মোরশেদ চেয়ারম্যান, প্রমুখ।
এছাড়া বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধা, উপজেলা আঃলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতা কমীরা এ সময় উপস্থিত ছিলেন।
তিনি আরো বলেন —– আপনারা হলেন জাতির শ্রেষ্ট সন্তান।বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেছেন বলেই দেশ স্বাধীন হয়েছিল। সামনে আসছে জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে যাতে স্বাধীনতা বিরোধী শক্তি বিজয়ী না হতে পারে সে দিকে আপনাদের খেয়াল রাখতে হবে। মহান মুক্তিযুদ্ধে যারা বিরোধীতা করেছিল তাদেরকে লাল সবুজের পতাকা গাড়ীতে ব্যবহার করতে দেওয়া উচিত হবে না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হতে পারেন তাহলে দেশে আরো ব্যাপক উন্নয়ন হবে।