বশির আহমেদ:
গতকালের (৮/২/২০২৩) প্রকাশিত এইচএসসি পরিক্ষার ফলাফলে ১০০% ছাত্রছাত্রী পাশ করেছে নরসিংদীর শিবপুর উপজেলার একমাত্র বর্ণমালা আইডিয়াল কলেজ।উপজেলায় একটি সরকারী ও দশটি বেসরকারী জ কলেজ থাকলেও সেই সব কলেজ ১০০% পাশের সুনাম অর্জন করতে পারে নি।তাই অত্র কলেজের পাশ করা ছাত্র/ছাত্রী ও শিক্ষকদের কষ্ট সফল হয়েছে বলে মনে করেন তাঁরা।
জানাগেছে, শিবপুর বাসষ্ট্যান্ডের উওর পাশে অবস্থিত বর্ণমালা আইডিয়াল কলেজ থেকে ২০২১ – ২০২২ শিক্ষাবর্ষের চারজন ছাত্র/ছাত্রী এবারের এইচএসসি পরিক্ষায় অংশ গ্রহণ করে। এদের মধ্যে ছিল দুই জন ছাত্র ও দুই জন ছাত্রী।এরা হলো: আফসানা ( মানবিক, জিপিএ ৩.৪২),হালিমা আক্তার ( মানবিক, জিপিএ ৩.৫৮),মামুনুল হক( মানবিক, জিপিএ ৩),সাইদুল ইসলাম ( ব্যবসা শিক্ষা, জিপিএ, ৪.৪২).
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বর্ণমালা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা মো: আলমগীর হোসেন শিবপুরের আলো ২৪ ডট কম’কে বলেন – পরিক্ষায় ভালো ফলাফলের জন্য আমরা সম্মিলিত ভাবে চেষ্টা করেছি।যার কারণে আমাদের কলেজে ১০০% পাশ করতে সক্ষম হয়েছে।করোনার মহামারীর কারণেই ছাত্র/ছাত্রীর সংখ্যা কম ছিল।তবে ২০২২ -২০২৩ ইং শিক্ষাবর্ষে ১৩৫ জন ছাত্র/ছাত্রী রয়েছে।আমরা আশা করছি ২০২৩ সালের এইচএসসি পরিক্ষায় বর্ণমালা আইডিয়াল কলেজ থেকে ১৩৫ জন ছাত্র/ছাত্রীই অংশ গ্রহণ করবে।১০০% পাশের ধারাবাহিকতা ধরে রাখতে আমাদের পক্ষ থেকে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।