• মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০২:২৫ অপরাহ্ন

শিবপুরের বর্ণমালা কলেজটি বিভাগীয় সেরা কলেজ হিসাবে গড়ে তুলতে চান

admin / ১২৬৩ Time View
Update : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩

নিজস্ব সংবাদদাতা:

নরসিংদীর শিবপুর উপজেলার শিবপুর বাসষ্ট্যান্ডের উওর পশ্চিম পাশে অবস্থিত বর্ণমালা আইডিয়াল কলেজটি কে ঢাকা বিভাগের মধ্যে সেরা কলেজ হিসাবে গড়ে তুলতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন এমনটাই বললেন কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর হোসেন।তিনি কলেজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আজ শিবপুরের আলো ২৪ ডট কম এর সাথে খোলামেলা আলোচনা করেন।

তিনি বলেন—আমার স্বপ্ন ছিল কলেজ প্রতিষ্ঠা করা।তাই কলেজ প্রতিষ্ঠা করার জন্য আমার কয়েকজন বন্ধুদের সাথে প্রথমে আলোচনা করি।পরে এলাকার মানুষের সহযোগীতায় আমরা কয়েকজন বন্ধু মিলে ২০১০ একটি স্কুল ও ২০১৪ সালে একটি কলেজ প্রতিষ্ঠা করি। স্কুল ও কলেজ দুটিতেও সফলতা পেয়েছি আমরা।দীর্ঘ সাত বছরের বাস্তব অভিজ্ঞতা নিয়ে ২০১৭ সালে নতুন করে প্রতিষ্ঠা করি শিবপুর বর্ণমালা আইডিয়াল কলেজ ( কলেজ কোড: ৩১৫৮)। আমাদের অভিজ্ঞতা ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর প্রচেষ্টা সহ ছাত্র/ছাত্রীরা মনোযোগ দিয়ে লেখাপড়া করার ফলে ভালো ফলাফল করতে সক্ষম হয়েছি।আমি ও আমার বন্ধু শাহিন সহ সবাই মিলে চেষ্টা করছি বর্ণমালা আইডিয়াল কলেজের লেখা পড়ার মান অনেক ভালো করতে।যাতে শিবপুর ও আশে পাশের উপজেলার ছাত্র /ছাত্রীরা আর ঢাকা বা নরসিংদীতে যেতে না হয়।

শিবপুর সরকারী শহীদ আসাদ কলেজ সহ আরোও কয়েকটি কলেজ থাকার পরও টাকার জন্য ছাত্র/ছাত্রীরা যাতে মাঝ পথে এসে ঝড়ে না যায় মুলত সে জন্য আমরা কলেজটি প্রতিষ্ঠা করি। বর্তমানে কলেজটিতে মোট ছাত্র/ছাত্রী রয়েছে ২৫১ জন। এর মধ্যে একাদশ শ্রেণীতে ১১৬ (ভর্তি চলমান ১৫ জানুয়ারী ২০২৩) জন আর দ্বাদশ শ্রেণীতে ১৩৫ জন।এদের মধ্য থেকে গরীব অসহায় পরিবারের ৩০ জন ছাত্র/ছাত্রী বিনা খরচে লেখা পড়া করছে।বই থেকে শুরু করে সকল খরচ বহন করছে কলেজ কর্তৃপক্ষ ।এছাড়া প্রায় ৪০ জন ছাত্রছাত্রীকে ৫০% খরচে লেখা পড়ার সুযোগ করে দিয়েছে আমরা।টাকার অভাবে লেখাপড়া করতে পারছে না এমন শিক্ষার্থীদের জন্য বর্ণমালা আইডিয়াল কলেজের দরজা সব সময় খোলা থাকবে।

তিনি আরোও বলেন – ২০১৭ সালে কলেজটি প্রতিষ্ঠা করা হলেও মূলত ২০১৮ সালে একাদশ শ্রেণীতে পাঠদানে অনুমিত পাওয়ার পর থেকেই পাঠদান শুরু হয়।গত বছর (২০২২) সালে অনুষ্ঠিত এইচ এস সি পরিক্ষায় শিবপুর উপজেলার মধ্যে বর্ণমালা আইডিয়াল কলেজের ছাত্র/ছাত্রীরা শতভাগ পাশ করেছে।তাই আমরা চেষ্টা করছি ঢাকা বিভাগের মধ্যে আমাদের কলেজটিকে বিভাগীয় সেরা কলেজ হিসেবে সম্মান অর্জন করতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category