নিজস্ব সংবাদদাতা:
নরসিংদীর শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ২০২৩-২০২৪ অর্থবছরের উন্মুক্ত বাজেটের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৭ মে) সকালে বাঘাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহিদ সরকারের সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদের সচিব মোঃ রাকিব নাজিরের সঞ্চালনায় এই উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত বাজেট সভায় উপস্থিত ছিলেন — বাঘাব ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের মেম্বার ও প্যানেল চেয়ারম্যান মোঃ জাকির হোসেন (বাদল), ১ নং ওয়ার্ডের মেম্বার মোঃ শাহ আলম পাঠান, ২ নং ওয়ার্ডের মেম্বার মোঃ সেলিম মৃধা, ৩ নং ওয়ার্ডের মেম্বার মোঃ হানিফা, ৪ নং ওয়ার্ডের মেম্বার মোঃ রুপচাঁন শেখ, ৫ নং ওয়ার্ডের মেম্বার মোঃ জসিম উদ্দিন, ৭ নং ওয়ার্ডের মেম্বার মোঃ ফাইজ উদ্দিন, ৮ নং ওয়ার্ডের মেম্বার মোঃ মনির খান, ৯ নং ওয়ার্ডের মেম্বার হাজী দুলাল মিয়া, ১, ২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বার মোসাঃ ফরিদা বেগম, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা মেম্বার ফাতেমা বেগম, ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় ইউপি চেয়ারম্যান মোঃ জাহিদ সরকার বলেন– ইউনিয়নবাসীর ট্যাক্স এর মাধ্যমে ইউনিয়নে অনেক উন্নয়ন করা সম্ভব। আপনারা সকলেই সময়মতো কর পরিশোধ করবেন। তাহলে সরকারের উন্নয়নের পাশাপাশি ইউনিয়ন পরিষদের মাধ্যমেও আপনাদেরকে আরো উন্নত সেবা দিতে পারবো।
তিনি আরো বলেন –বাঘাব ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় ইউনিয়নে বিভিন্ন কাঁচা রাস্তা সংষ্কার, কালভার্ট, কৃষি সহযোগিতা, দরিদ্র হ্রাসকরণ সামাজিক নিরাপত্তা, যুব, মহিলা ও শিশু মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছি।