নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের মানিকদী সরকার প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার গুনগত মান বৃদ্ধি ও শিক্ষার্থীদের উপস্থিতির হার বৃদ্ধিসহ বিভিন্ন বিষয় নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ জুলাই সোমবার সকাল সাড়ে এগারোটায় ০৯ মানিকদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে মা সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মানিকদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদ, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুমা বেগম, সহকারী শিক্ষক শিলা রায়, কুলসুম বেগম, আয়েশা আক্তার, অভিভাবক আওলাদ হোসেন, হাফেজ মোঃ রফিকুল ইসলাম,ও বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মা অভিভাবকগণ।