নরসিংদীর শিবপুরে অবৈধভাবে ইটভাটা পরিচালনা এবং পরিবেশ দূষণের দায়ে ইটভাটা মালিকের কাছ থেকে ৫লাখ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং। সোমবার (২৮ নভেম্বর) এ অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তর, নরসিংদীর উপপরিচালক শেখ মো. নাজমুল হুদা এই তথ্য নিশ্চিত করেন।
জানাগেছে,
পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার নরসিংদী জেলার শিবপুরে অভিযান পরিচালনা করেন।
অভিযানে পরিবেশগত ছাড়পত্রবিহীন অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে উপজেলার বড়ইতলা এলাকায় অবস্হিত মের্সাস কে বি এম ব্রিকসেরর মালিকের কাছ থেকে ৫ লাখ টাকা জরিমানা আদাই করা হয়।