• মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:২৫ পূর্বাহ্ন

শিবপুরে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

admin / ৭১ Time View
Update : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

মোঃ আলম মৃধা♦

নরসিংদীর শিবপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের বংশিরদিয়া বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম কিন্ডারগার্টেন অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৫ জানুয়ারি) সকাল ১১ টায় কিন্ডারগার্টেন মিলনায়তনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডি, গুলেস্তা-হাফিজ মেমোরিয়াল ইনস্টিটিউট এর সাবেক সভাপতি মো: সাখাওয়াত হোসেন ভূইয়া। এ সময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম কিন্ডারগার্টেন এর ম্যানেজিং কমিটির সভাপতি মো: সুলতান মিয়া।

উনারা বলেন, অত্র অঞ্চলে বৃত্তি পরীক্ষায় সবচেয়ে ভালো রেজাল্ট করে এই কিন্ডারগার্টেন। এই কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষিকাসহ সকল শিক্ষিকার পরিশ্রমের কারণে এত ভালো সুনাম অর্জন করতে পেরেছে স্কুলটি।

এই কিন্ডারগার্টেনের প্রদান শিক্ষিকা কণিকা রানী দেবনাথ বলেন, আমরা আমাদের কিন্ডারগার্টেন স্কুলের বাচ্চাদের পড়ালেখার স্বার্থে ও সার্বিক বিবেচনায় আপনাদেরকে নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করেছি। ২০২৫ সালে আমাদের স্কুলের পুরস্কারপ্রাপ্ত ছাত্র-ছাত্রীর সংখ্যা ১২০ জন। আমাদের স্কুলে বর্তমানে ছাত্র-ছাত্রীর সংখ্যা ২৬৩ জন। আপনারা বাড়িতে আপনাদের বাচ্চাদের সর্ব দিকে খেয়াল রাখবেন। আমরা সব সময় আমাদের স্কুলের বাচ্চাদের দিক নির্দেশনা দিয়ে যাচ্ছি। আপনারা রুটিন গুলো খেয়াল রাখবেন ও ফলো করবেন। আমি আমার স্কুলের বাচ্চাদের সর্বদা সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

এই কিন্ডারগার্টেন স্কুলের অনুষ্ঠানে সকল সহকারী শিক্ষিকা, ছালমা বেগম, মাজেদা আক্তার, মাহমুদা বেগম, কাঞ্চন, নাছরিন বেগম, রেনু আক্তার, নাদিরা আক্তার, তানজিনা আক্তার, জান্নাতুল ফেরদৌস রত্না, নাছরিন আক্তারসহ অত্র স্কুলের ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category