আলো রিপোর্ট:
হত্যা, খুন, চুরি ও প্রকাশ্যেদিবা লোকে অবৈধ অস্ত্র দিযে গুলাগুলি সহ বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপ বৃদ্ধি পাওয়ায় আইন শৃঙ্খলা অবনতি হওয়ার আশকায় উদ্বিগ্ন নরসিংদী শিবপুরের সাধারণ জনগণ। মাদকদ্রব্যের সয়লাব সহ কিশোরগ্যাংয়ের অবৈধ কার্যকলাপ যেন লাগাম টানা যাচ্ছে না।আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নিলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। স্হানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এখনো যদি আরো জুড়ালো কোন ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে যে কোন সময় আইন শৃঙ্খলার অবনতি ঘটতে পারে বলে মনে করেন অনেকে।
জানাগেছে, গত ৯ জুলাই দুপুরে উপজেলার বন্যার বাজার তাতারকান্দী এলাকায় পূর্বশক্রুতার জেরে কিশোরগ্যাংয়ের সদস্যদের ছুরিকাঘাতে নাহিদ (১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে । নিহত কলেজ ছাত্র উপজেলার তাতারকান্দী গ্রামের আসাদ মিয়ার ছেলে এবং হরিহরদী স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল।
গত ১লা জুলাই জমি সংক্রান্ত বিরোধের কারণে শিবপুর বাসস্ট্যান্ডের পাশে প্রকাশ্যে দুই গ্রুপের মধ্যে গুলাগুলির মতো ঘটনা ঘটেছে। এতে কয়েকজন মারাত্বক ভাবে আহত হয়।
গত ১১ জুন অভিনব কৌশলে একই পরিবারের ছয়জনকে অচেতন করে স্বর্ণালংকার ও টাকা-পয়সা চুরির মতো ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার নগর এলাকায় আ. রশিদ ঠিকাদরের তিন তলা বাড়ির দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। চোরচক্র একই পরিবারের ৬ সদস্যকে খাবারের সঙ্গে চেতনা নাশক স্প্রে করে নগদ টাকা, ৮টি মোবাইল ও স্বর্ণের আংটিসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল নিয়ে যায়।উপজেলার পুরানদিয়া এলাকায় বাড়িতে ঢুকে এক নারীকে পিটিয়ে গুরুতর আহত করে নগদ টাকা পয়সা ও স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে যায়।গত ৩ মে রাত ৮ টার দিকে উপজেলার আয়ুবপুর ইউনিয়নের আধঘাটিয়া গ্রামে বড় ভাই তারিকুল ভূঁইয়া (২৭) কে খুন করেছেন ছোট ভাই তারেক ভূঁইয়া (২৪)।মাকে মারধরের হাত থেকে বাঁচাতে গিয়ে এই খুনের ঘটনা ঘটে।
গত ২৫ ফেব্রুয়ারী সকালে নিজ বাসায় কতিপয় সন্ত্রাসীরা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনুর র্রমীদ খাঁনকে গুলি করে হত্যার চেষ্টা করে। অবশ্য গুলিবিদ্ধ হওয়ার ৯৪ দিন পর হারুনুর রশীদ খাঁন চিকিৎসাধীন অবস্থায় মারা য়ায়।
গত ১৪ মার্চ গভীর রাতে শিবপুর থানার একটু উওর পূর্ব পাশে অবস্থিত স্হানীয় সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়ার কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা।
কয়েকজন ব্যবসায়ী ও সাধারণ জনগণ শিবপুরের আলো ২৪ ডট কম’কে বলেন —– শিবপুরে যা শুরু হয়েছে তাতে আমরা উদ্বিগ্ন। চুরি, ডাকাতি, খোনাখুনির সংখ্যা আগের চেয়ে এখন বৃদ্ধি পেয়েছে। থানার পাশেই প্রকাশ্যে দিবালোকে দুই পক্ষের মধ্যে গুলাগুলি মতো ঘটছে। বিশেষ করে কিশোরগ্যাং যা শুরু করেছে তা এখনই নিয়ন্ত্রণ করা দরকার।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে শিবপুর মডেল থানার পক্ষ থেকে শিবপুরের আলো ২৪ ডট কম’কে বলেন —- শিবপুরে আইন শৃঙ্খলা অবনতি হওয়ার কোন সুযোগ নেই। আমরা আমাদের সাধ্যমত চেষ্ঠা করছি জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে। আমরা জনগণের সেবক।