• বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ন

শিবপুরে আইন শৃঙ্খলা ক‌মি‌টির মা‌সিক সভা অনুষ্ঠিত

admin / ১১৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩

আবুনাঈমরিপন, স্টাফ রিপোর্টার :

নরসিংদীর শিবপু‌রে আইন শৃঙ্খলা ক‌মি‌টির মা‌সিক সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে ।

আজ বৃহস্প্রতিবার (১৮ মে) বিকা‌লে উপ‌জেলা হল রু‌মে উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার জি‌নিয়া জিন্না‌তের সভাপ‌তি‌ত্বে সভায় প্রধান মূখ‌্য উপ‌দেষ্ঠা হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন আলহাজ্ব জ‌হিরুল হক ভুঁইয়া মোহন এমপি ।

মা‌সিক আইন শৃঙ্খলা ক‌মি‌টির মা‌সিক সভায় উপ‌স্থিত থে‌কে আ‌লোচনা ক‌রেন উপ‌জেলা আওয়ামী লী‌গের ভারপ্রাপ্ত সভাপ‌তি আলহাজ্ব মোহসীন না‌জির,উপ‌জেলা সহকা‌রি ক‌মিশনার ( ভু‌‌মি) শরীফ মোহাম্মদ হেলাল উ‌দ্দিন, শিবপুর ম‌ডেল থানার অ‌ফিসার ইনচার্জ ফি‌রোজ তালুকদার,ভারপ্রাপ্ত উপ‌জেলা চেয়ারম‌্যান তাপসী রা‌বেয়া, উপ‌জেলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভুইয়া রা‌খিল, সহ-সভ‌াপ‌তি আ‌জিজুর রহমান খান,যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান আসাদ,সাংগঠ‌নিক সম্পাদক ও উপ‌জেলা পূজা উদযাপন প‌রিষ‌দের সভাপ‌তি বাবু বিপ্লব চক্রবর্তী,উপ‌জেলা জাতীয় পা‌র্টির সাধারণ সম্পাদক কা‌দির কিব‌রিয়া,উপ‌জেলা স্বাস্থ‌্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা (আরএমও ) ফি‌রোজ শাহ‌রিয়ার,প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল্লা আল শামীম,সমাজ সেবা কর্মকর্তা মাহমুদুর রহমান ।
এছাড়া বক্তব‌্য রা‌খেন মা‌ছিমপুর ইউ‌পি চেয়ারম‌্যান আবুল হা‌রিছ রিকাবদার কালা মিয়া স‌্যার,বাঘাব ইউ‌পি চেয়ারম‌্যান জা‌হিদ সরকার,জয়নগর ইউপ‌ি চেয়ারম‌্যান না‌দিম সরকার প্রমুখ ।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category