• বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৪:৪০ পূর্বাহ্ন

শিবপুরে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ফজলে রাব্বি খানের গণসংযোগ

admin / ৩৮৬ Time View
Update : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩

                            ::: রাব্বি সরকার :::

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড জনগণের মাঝে তুলে ধরতে নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নে গণসংযোগ করে লিফলেট বিতরণ করেছেন শিবপুরের সাবেক এমপি শহীদ রবিউল আউয়াল খান কিরণ ও সাবেক উপজেলা চেয়ারম্যান, বর্ষিয়ান রাজনীতিবিদ শহীদ হারুনুর রশীদ খানের সুযোগ্য উত্তরসূরী, শিবপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও নরসিংদী-৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ফজলে রাব্বি খান।

গতকাল সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকাল থেকে রাত পর্যন্ত ইউনিয়নের নতুন বাজার, তালতলা, দুলালপুর মোড়, খালপাড়, দুলালপুর বাজার ও আংশিক গড়বাড়ি বাজারে তিনি গণসংযোগ করে লিফলেট বিতরণ করেন।

এসময় উপজেলা ও দুলালপুর ইউনিয়ন আওয়ামী লীগ এবং বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শতশত নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে লিফলেট বিতরণকালে বাজার ও এলাকা জুড়ে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। ইউনিয়নের তৃণমূল আওয়ামী লীগ, ব্যাবসায়ী ও সাধারণ জনগণ রাব্বি খানকে কাছে পেয়ে খুবই উচ্ছ্বাসিত হয়ে উঠেন। অনেকেই মত প্রকাশ করে বলেন, রাব্বি খান আওয়ামী ও শহীদ পরিবারের সন্তান, শহীদ কিরণ খান ও শহীদ হারুন খানের সুযোগ্য উত্তরসূরি হিসেবে রাব্বি খানকেই নৌকার মনোনয়ন দেওয়া উচিৎ। তিনিই পারবেন এই আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে জননেত্রী শেখ হাসিনাকে নৌকা উপহার দিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category