• মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৪:৩২ অপরাহ্ন

শিবপুরে আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয় পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

admin / ৩২৯ Time View
Update : বুধবার, ১৫ মার্চ, ২০২৩

আবুনাঈমরিপন,স্টাফ রিপোটার:

নরসিংদীর শিবপুর উপজেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয় পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।আর ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার (১৪ মার্চ) দিবাগত রাত পৌনে একটার দিকে উপজেলা সদর রোডস্থ এই অফিসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।দলীয় কোন্দলের কারণেই এমন ঘটনা ঘটতে পারে বলে মনে করেন অনেক।

জানাগেছে, অত্র অফিসের পাশের বাড়ির মালিক মাসুদ মীর হঠাৎ গভীর রাতে এমপির অফিসে আগুন জলতে দেখেন।পরে তিনি আশপাশের লোকজনকে ডেকে আনেন এবং নিজ বাসা থেকেই মটর ছেড়ে পানি দিয়ে আগুণ নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুণ নিভাতে সক্ষম হয়। তাবে অফিসটি পুড়ে ভস্মিভূত হয়ে যায়।শিবপুরের এমপি জহিরুল হক ভূঞা মোহনের নিজস্ব অফিস এটি। এই অফিস থেকেই এমপি মোহন তার নির্বাচনী কার্যক্রম পরিচালনা করে থাকেন। বর্তমানে অফিসের একটি অংশে উপজেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয় রয়েছে। এব্যাপারে প্রত্যক্ষদর্শী মাসুদ বলেন, রাত পৌনে একটার দিকে হঠাৎ দেখেন এমপির অফিসে আগুন জলছে। পরে তিনি আশপাশের লোকজনকে ডাকেন এবং নিজেই বাসার মটর ছেড়ে পানি দিয়ে আগুন নেভানোর
চেষ্টা করেন।

এঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম (পিএিম বার), এএসপি সার্কেল (শিবপুর) মেজবাহ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল, ওসি ফিরোজ তালুকদার প্রমুখ।

এছাড়া বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিনিয়া জিন্নাত। এসময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিলসহ স্থানীয় সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

গত ২৫ ফেব্রæয়ারী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হারুনুর রশীদ খানকে বাসায় ঢুকে গুলির ঘটনা ও চলমান রাজনৈতিক দলীয় কোন্দলের জেরে দুর্বৃত্তরা জানালার গ্যাস ভেঙ্গে কার্যালয়ে আগুন দিয়েছে বলে ধারনা করছেন স্থানীয়রা।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল বলেন, এই অফিস থেকে সংসদ সদস্য জহিরুল হক ভূঞা মোহনের বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম পরিচালনা করা হয়েছিল।বর্তমানে উপজেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই অফিসের প্রয়োজনীয় কাগজপত্র, আসবাবপত্রসহ অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

এ ব্যাপারে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ তালুকদার বলেন – তদন্ত শেষ হলেই সব কিছু বলা যাবে।
শিবপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ হেলালউদ্দিন জানান, রাত একটায় আগুণ লাগার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সম্পূর্ণ আগুণ নিয়ন্ত্রণ করতে তাদের দেড়ঘন্টা সময় লাগে বলে জানান। কি কারণে আগুণের সূত্রপাত তা তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানান তিনি।

উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা মুহসীন নাজির বলেন, অত্র অফিসটি এমপি জহিরুল হক ভূইয়া মোহনের নিজস্ব অফিস। এখানে উপজেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয় রয়েছে। আওয়ামীলীগ অফিসে আগুণ ও উপজেলা চেয়ারম্যানকে গুলি করা একই সূত্রে গাথা।

স্থানীয় সংসদ সদস্য জহিরুল হক ভূইয়া মোহন মুঠোফোনে বলেন- ইহা উপজেলা আওয়ামীলীগের কার্যালয়। ফলে দলীয় ভাবে তারা ব্যবস্থা নিবে। তাছাড়া আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা বিষয়টি দেখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category