বক্তব্য রাখছেন নরসিংদী শিবপুর আসনের এমপি জহিরুল হক ভূঁইয়া মোহন.
শেখ মানিক:
নরসিংদীর শিবপুরে আটগ্রাম ক্রিকেট টুর্ণামেন্ট ফাইনাল -২০২৩ খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার( ৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চক্রধা ইউনিয়নের সিএন্ডবি বাজার সংলগ্ন হাজী আসর আলী সরকারের মর্ডান ব্রিকস ফিল্ড মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো.আমির হোসেনের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব জহিরুল হক ভূঁইয়া মোহন।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূঁইয়া রাখিল। প্রধান পৃষ্ঠপোষকতায় ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব গিয়াস উদ্দিন সরকার, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান আসাদ, প্রধান সমন্বয়কারী জেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি জুনায়েদুল হক জুনু। খেলায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান খান ভুলু মাস্টার ও আলমগীর হোসেন মৃধা,একদুয়ারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাদির মৃধা,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফারুক খান প্রমূখ।
খেলায় সোনাকুড়া একাদশ-দ্বাদশ বনাম একদুয়ারিয়া একাদশ অংশগ্রহণ করেন।
পরে খেলা শেষে সন্ধ্যার দিকে চ্যাম্পিয়ন দল সোনাকুড়া একাদশ দলের হাতে প্রথম পুরষ্কার তুলে দেন। এ সময় খেলায় রানার্সআপ দল একদুয়ারিয়া একাদশের হাতেও পুরষ্কার তুলে দেয় হয়।