নরসিংদীর শিবপুরে আনন্দ মুখর পরিবেশে পালিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা। গত ১ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্যদিয়ে শুরু হয় বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আগামীকাল বুধবার ৫ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী এ উৎসব। এই উৎসব পালনের জন্য উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগীতা করা হচ্ছে।
জানাগেছে, উপজেলার শিবপুর পৌরসভা সহ নয়টি ইউনিয়নে ৭১ টি পুজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা পালন করা হচ্ছে।সরকারী তহবিল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনিয়া জিন্নাত ও স্হানীয় সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লা নিজস্ব তহবিল থেকে পূজা মন্ডপে নগদ অর্থ প্রদান করেছেন।দুর্গাপূজার নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার ব্যবস্হা গ্রহণ করা হয়েছে।
এ দিকে আজ মঙ্গলবার ৪ অক্টোবর স্হানীয় সংসদ সদস্য আলহাজ্ব জহিরুল হক ভূঁইয়া মোহন উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন।এ সময় এমপির সাথে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনিয়া জিন্নাত, শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা,উপজেলা আ’লীগের সহ- সভাপতি আঙ্গুর মৃধা, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল, উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো:আসাদ্দুজামান আসাদ প্রমুখ।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সূত্র জানায়, উপজেলার বিভিন্ন পূজা মন্ডপে আনন্দ মুখর পরিবেশে পুজা উদযাপনের জন্য ম্যাডামের ( ইউএনও) পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা করা হচ্ছে।দুর্গাপূজায় যাতে কোন সমস্যা না হয় সেই জন্য তিনি সার্বক্ষণিক পূজা উদযাপন কমিটির সদস্যদের সাথে যোগাযোগ রাখছেন।জেলা থেকেও সব সময় ম্যাডামের সাথে যেগাযোগ করা হচ্ছে।
পুলিশ সূত্র জানায়, পুজা মন্ডপের নিরাপত্তায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে।
উপজেলা শারদীয় দুর্গাপূজা কমিটির এক সদস্য দৈনিক সকালের আলো’কে বলেন – সরকারী ও বে- সরকারী ভাবে পূজা উদযাপনের জন্য আমাদের কে সর্বাত্মক ভাবে সহযোগিতা করা হচ্ছে।