মাহবুব খান:
নরসিংদীর শিবপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ বুধবার (৮ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য র্যালী বের হয়।উপজেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালী শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই জায়গায় এসে র্যালীটি শেষ হয়।র্যালী শেষে উপজেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনিয়া জিন্নাত।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূঁইয়া রাখিল,উপজেলা মহিলা বিষয়ক অফিসার রোকসানা বিলকিছ,শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মো: আলমগীর,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী,শিবপুর প্রেসক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক এস এম আরিফুল হাসান প্রমূখ।