শিবপুরের বৈষম্য বিরোধী ছাত্ররা কথা বলছেন শিবপুর পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম’র সাথে।
স্টাফ রিপোর্টার:
নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি ২ শিবপুর অফিসের ডিজিএম মো: সাইফুল আলম বলেছেন – শিবপুরে আগামী দিনগুলোতে বিদ্যুতের সরবরাহ আরোও কমে যাওয়ার সম্ভাবনা বেশি। ফলে লোডশেডিং আরোও বেড়ে যাবে। এতে করে গ্রাহকদের সমস্যা হলেও আমাদের কোন কিছুই করার থাকবে না। আমরা যেই পরিমান সরবরাহ পাবো সেই পরিমানই বিদ্যুৎ বিতরণ করবো।
আজ রবিবার স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্র সমাজের একাংশ পল্লী বিদ্যুৎ অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা (ডিজিএম )’র সাথে সাক্ষাৎ করলে তিনি একথা বলেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বেচ্ছাসেবক ও গ্রীন ইউনিভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্ট ছাত্র মো: ইশতিয়াক হোসেন সিয়াম শিবপুরের আলো ২৪ ডট কম’কে বলেন —- শিবপুরে দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ গ্রাহকরা বিভিন্ন ভাবে হয়রানী হয়ে আসছিল। এছাড়াও শিবপুর পল্লী বিদ্যুৎ অফিসের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। তাই সকল বিদ্যুৎ গ্রাহকের অভিযোগের ভিত্তিতেআজকে শিবপুর পল্লী বিদ্যুৎ অফিসে গিয়ে ডিজিএম এর সাথে দেখা করে সকলের ভোগান্তির কথা তুলে ধরি ও বিষয় গুলি সমাধান করার জন্য ডিজিএম’র সহযোগিতা চাই। তিনি প্রথম থেকেই আমাদের কথার সরাসরি জবাব না দিয়ে বিষয়বস্তুকে ঘোলাটে করে ফেলে।
আমরা বলি, ইতিমধ্যেই আমরা বিভিন্ন জায়গায় দেখেছি ভাঙচুর করার ফলে সেখানকার বিদ্যুৎ বিভ্রাট এর সমস্যার সমাধান হয়েছে। কিন্তু আমরা শিবপুরে এমন কিছু চাই না, সুষ্ঠু একটি সমাধান চাই। তিনি(ডিজিএম )এর উত্তরে বলেন, যদি আপনারা ভাঙচুর করেন তাহলে আমিই প্রথম শুরু করব । আমরা জানিনা তার এসব কথা কতটা যুক্তিযুক্ত। এবং উনি আমাদের স্ট্রেট জানিয়ে দেন সামনের দিনগুলোতে বিদ্যুতের সরবরাহ হওয়া আরো কমে যাবে, ও লোডশেডিং বেড়ে যাবে।
ওনার ব্যবহার ছিল খুবই জঘন্য, একজন ঊর্ধ্বতন কর্মকর্তার ব্যবহার কিভাবে এত খারাপ হয় তা আমাদের জানা নেই।