মাহাবুব খান / আতাবুর রহমান সানি:
নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর সিনিয়র ফাজিল(ডিগ্রী) মাদরাসার সাবেক অধ্যক্ষ মরহুম আলহাজ্ব হযরত মাওলানা মো: ফজলুল হক ফকির সাহেবের রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ ফেব্রুয়ারি) সকালে মাদরাসা প্রাঙ্গনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ মাসুদ পারভেজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: হারুনুর রশিদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. মোহসিন নাজির। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল।প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জামেয়া কাসেমেয়া কামিল মাদরাসার অধ্যক্ষ হযরত মাওলানা মাহমুদুল হাসান আল-মাদানী প্রমূখ।মাওলানা আব্দুল লতিফের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন দুলালপুর ইউ’পি চেয়ারম্যান মোঃ শামীম মোল্লা,পৌরসভা তাঁতীলীগের আহ্বায়ক জহিরুল ইসলাম মিঠুসহ প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় মুরব্বীগণ।