বক্তব্য রাখছেন উপজেলা আ.লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ.
নিজস্ব সংবাদদাতা:
নরসিংদীর শিবপুরে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর কন্যা, আওয়ামী লীগ সভানেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ ১৭ মে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহসিন নাজির এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূঁইয়া রাখিলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জি এম তালেব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ -সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ – সভাপতি আজিজুর রহমান খান, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুল হাই মাস্টার, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ফজলুর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক শহিদুল আলম মোল্লা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ, উপজেলা কৃষকলীগের সভাপতি মোহাম্মদ আলী মিন্টু মৃধা, মহিলা আওয়ামী লীগের সভাপতি ফেরদৌসী ইসলাম ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানা, আওয়ামী যুবলীগের সভাপতি মাহবুব আলম মোল্লা তাজুল, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ খোকন ভূঁইয়া,সাধারণ সম্পাদক ফারুক খান ও তাঁতী লীগের আহবায়ক জহিরুল ইসলাম মিঠু, উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহেল রানা,সাধারণ মানুষের ফাজায়েল ভূঁইয়া, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো.সোহানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।