• শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১২:০৪ পূর্বাহ্ন

শিবপুরে ইমাম পরিষদের উদ্দ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

admin / ৪০০ Time View
Update : রবিবার, ৫ মার্চ, ২০২৩

আবুনাঈমরিপন, স্টাফ রিপোটার:

সন্ত্রাসীদের গুলিতে আহত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হারুনুর রশীদ খানের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (৫ মার্চ) সকাল ১১ টায় শিবপুর উপজেলা ইমাম পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্স মসজিদে এই আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা ইমাম পরিষদের সহ সভাপতি হাফেজ হাবিবুর রহমানের সভাপতিত্বে ও হাফেজ মাওলানা মোখতার হোসাঈনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা ইমাম পরিষদের সহ সভাপতি মুফতী শেখ আব্দুল কাইয়ুম, মুফতী মোশাররফ হোসাঈন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ বিন এনাম শিবপুরী, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম, সাধারণ সম্পাদক এস এম আরিফুল হাসান, ইফতেখার উদ্দিন খান নিপুন, শেখ কাউছার প্রমুখ।

দোয়া মাহফিল পরিচালনা করেন ইমাম পরিশদের উপদেষ্টা মাওলানা আব্দুল বাছেত কাসেমী। এছাড়া আলোচনা সভায় আসছে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে শিবপুরে মাহে রমজানের পবিত্রতা রক্ষায় ইমামদের ভূমিকা সম্পর্কে আলোচনা করা হয়। সভায় দ্রব্যমূল্য যাতে রমজানে না বাড়ানো হয়ে সেজন্য ব্যবসায়ীদের প্রতি ইমাম পরিষদ অনুরোধ জানান।

উল্লেখ্য গত শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলা সদরের বাজার সড়কের নিজ বাড়িতে গুলিবিদ্ধ হন শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা হারুনুর রশীদ খান। তিনজন দুর্বৃত্ত বাসায় ঢুকে তাকে পরপর ২ রাউন্ড গুলি ছুড়ে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category